corona virus btn
corona virus btn
Loading

উদ্ধারের পর অপহৃত ১৮ মাসের শিশুর ধরা পড়ল করোনা, কোয়ারেন্টাইনে পুলিশ কর্মী-সহ ২২জন

উদ্ধারের পর অপহৃত ১৮ মাসের শিশুর ধরা পড়ল করোনা, কোয়ারেন্টাইনে পুলিশ কর্মী-সহ ২২জন
representative image

অপহৃত শিশু করোনা পজিটিভ, কোয়ারেন্টাইনে পাঠানো হল পুলিশ কর্মী, সাংবাদিক-সহ ২২ জনকে

  • Share this:

# হায়দরাবাদ: অপহৃত শিশু করোনা পজিটিভ, কোয়ারেন্টাইনে পাঠানো হল পুলিশ কর্মী, সাংবাদিক-সহ ২২ জনকে।

পুলিশ সূত্রে জানা যায়, অপহৃত ১৮ মাসের শিশুটিকে উদ্ধার করে  হায়দরাবাদ পুলিশ টাস্ক ফোর্স।  শিশুটির মা মদ্যপায়ী, শিশুর দায়িত্ব নিতে অক্ষম, কাজেই শিশু সুরক্ষা দফতরের হাতে শিশুকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ। সেইসমসয় শিশুর লালারস পরীক্ষা হলে রিপোর্ট করোনা পজিটিভ আসে। পুলিশ কর্মী, সংবাদমাধ্যমের কর্মী-সহ শিশুটির সংস্পর্শে আসা ২২ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত বুধবার  শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করেন। ২২ বছর বয়সী মহিলা জানান, রাতে তিনি যখন ফুটপাথে ঘুমিয়ে ছিলেন, তাঁর শিশু নিখোঁজ হয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ সন্দেহভাজনকে গ্রেফতার করে। ফুটেজে দেখা যায়, ইব্রাহিম নামে ২৭ বছরের এক যুবক শিশুটিকে আদর করছে, ফল খাওয়াচ্ছে, তারপর তাকে নিয়ে মোটর বাইকে করে বেরিয়ে যায়। পুলিশ ইব্রাহিমকে গ্রেফতার করেছে। জানা যায়, অভিযুক্তের পরপর পুত্র সন্তানের মৃত্যু হয়েছে, তাই এই শিশুটিকে সে অপহরণ করেছে।

Published by: Rukmini Mazumder
First published: May 18, 2020, 6:27 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर