হোম /খবর /দেশ /
ভর সন্ধেবেলা কেরলে উল্টে গেল হাউসবোট! ২১ জনের মৃত্যু, বেশির ভাগই শিশু

Kerala House Boat Capsized: ভর সন্ধেবেলা কেরলে উল্টে গেল হাউসবোট! ২১ জনের মৃত্যু, বেশির ভাগই শিশু

ঘটনা ঘিরে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

  • Share this:

মালাপ্পুরম: রবিবার সন্ধে ৭টা৷ হঠাৎ করেই বিপর্যয়৷ কেরলের মালাপ্পুরম জেলার তানুর এলাকায় তুভালথিরাম সমুদ্র সৈকতের কাছে উল্টে গেল হাউসবোট৷ জানা গিয়েছে, ওই হাউসবোটে মোট ৩০ জন যাত্রী সওয়ার ছিলেন৷ জলে ডুবে তাঁদের মধ্যে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে৷ মৃতদের মধ্যে বেশির ভাগই শিশু।

কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান এবং পর্যটন মন্ত্রী পিএ মহম্মদ রিয়াস ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধারকার্য নিয়ন্ত্রণ করছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মৃত শিশুদের মধ্যে বেশির ভাগই স্কুলের ছুটির মাঝে একটু আনন্দ করতে বোট রাইডে এসেছিল৷

সংবাদসংস্থা পিটিআই-কে মন্ত্রী বলেন, “নৌকোটির নীচে আরও অনেকে আটকে পড়েছেন বলে মনে করা হচ্ছে৷ তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে। কেন নৌকাটি উল্টে গিয়েছে, তার কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করবে৷”

ঘটনা ঘিরে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও মৃত্যুতে শোকপ্রকাশ করে একটি বিবৃতি জারি করেছেন৷ সেখানে তিনি জানিয়েছেন, মালাপ্পুরম জেলা কালেক্টরকে জরুরি উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার ঘটনাস্থলে যাওয়ার কথা তাঁর।

পিনারাই বিজয়নের বিবৃতিতে বলা হয়েছে, দমকল ও পুলিশের ইউনিট, রাজস্ব ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এবং জেলার তানুর ও তিরুর এলাকার স্থানীয়রা উদ্ধার অভিযানে জড়িত ছিলেন।

যাঁদের জল থেকে বের করে আনা হয়েছে, তাঁদের মধ্য় কমপক্ষে ১০ জনকে নিকটবর্তী বেসরকারি ও সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর৷

Published by:Satabdi Adhikary
First published:

Tags: Kerala