• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • পড়ুয়াদের পিঠের বোঝা কমাতে বাড়ি থেকে ব্যাগ নিয়ে যায় স্কুল

পড়ুয়াদের পিঠের বোঝা কমাতে বাড়ি থেকে ব্যাগ নিয়ে যায় স্কুল

পড়ুয়াদের পিঠের বোঝা কমাতে বাড়ি থেকে ব্যাগ নিয়ে যায় স্কুল

পড়ুয়াদের পিঠের বোঝা কমাতে বাড়ি থেকে ব্যাগ নিয়ে যায় স্কুল

পড়ুয়াদের পিঠের বোঝা কমাতে বাড়ি থেকে ব্যাগ নিয়ে যায় স্কুল

 • Share this:

  #কুন্নুর: স্কুলের ব্যাগটা বড্ড ভারী! ছোট্ট কাঁধে পর্বতপ্রমাণ ভার ৷ তাই বইয়ের বোঝা থেকে পড়ুয়াদের মু্ক্তি দিতে অভিনব উদ্যোগ নিল কেরলের একটি স্কুল ৷ একরত্তি পড়ুয়াদের ব্যাগের ভার থেকে মুক্তি দিতে ছাত্রছাত্রীদের ব্যাগ বয়ে আনে স্বয়ং স্কুল ৷

  পড়ুয়াদের বইয়ের ব্যাগের ভার থেকে অব্যাহতি দেওয়ার জন্য একটি বিশেষ পরিষেবা চালু করেছে কাট্টামপল্লীতে অবস্থিত জিএম প্রাইমারি স্কুল ৷ ছাত্রছাত্রীদে বাড়ি থেকে তাদের ব্যাগ সংগ্রহ করার জন্য পিক আপ ভ্যানের ব্যবস্থা করেছে স্কুল কর্তৃপক্ষ ৷ এই ভ্যান প্রতিদিন স্কুল শুরুর আগে পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে তাদের স্কুলের ব্যাগ তুলে নিয়ে আসে এবং সযত্নে স্কুলে পৌঁছে দেয় ৷ আর স্কুল শেষের পর একইভাবে পড়ুয়াদের বাড়িতে বইখাতা ভর্তি ব্যাগ পৌঁছে দেয় ওই গাড়ি ৷ বিশেষত স্কুলবাস বা পিক ভ্যান ছাড়া পায়ে হেঁটে বা পাবলিক ট্রান্সপোর্টে স্কুলে আসে যেসব বাচ্চারা তাদের বইয়ের বোঝা থেকে মুক্তি দিতেই এই উদ্যোগ ৷

  এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে শিক্ষক ও চিকিৎসক মহলও ৷ ব্যাগের বোঝায় চাপা পড়ছে পড়ুয়াদের শৈশব ৷ নিজের শরীরের ক্ষমতার থেকে বেশি ভারী ব্যাগ বইতে গিয়ে ছোট বয়স থেকেই ঘাড়, পিঠ, কোমর ও শিরদাঁড়ার সমস্যায় আক্রান্ত হচ্ছে স্কুলের ছাত্র-ছাত্রীরা ৷

  স্কুলের এই নয়া উদ্যোগে ছাত্রছাত্রীদের অভিভাবকদের থেকেও বেশি খুশি পড়ুয়ারা ৷ স্কুলে পৌঁছে অগণিত ব্যাগের মধ্যে থেকে নিজের ব্যাগটি খুঁজে বের করার নতুন খেলায় উচ্ছ্বসিত খুদেরা ৷

  জিএম প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা গঙ্গাবাঈ এন জানিয়েছেন, আপাতত কোনও বিনামূল্যে এই স্কুল ব্যাগ পরিষেবা মিললেও ভবিষ্যতে এর জন্য ন্যূনতম চার্জ রাখার কথা ভাবছে কর্তৃপক্ষ ৷ বর্তমানে প্রায় ৩০০ জন পড়ুয়া এই পিকআপ ভ্যানের সুবিধা পান ৷

  First published: