• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • করোনায় সেবা করতে গিয়ে আক্রান্ত নার্স, কঠিন যুদ্ধে জয়ী হয়ে কাজে ফিরতে মরিয়া নার্স

করোনায় সেবা করতে গিয়ে আক্রান্ত নার্স, কঠিন যুদ্ধে জয়ী হয়ে কাজে ফিরতে মরিয়া নার্স

প্রতীকী ছবি ৷

প্রতীকী ছবি ৷

অনন্য নজির সেবিকার, দেশের চিকিৎসা ব্যবস্থায় তুমুল ভরসা আছে তাঁর

 • Share this:

  #কোটায়্যম: করোনা ভাইরাস এই সময়ের সব থেকে বড় চ্যালেঞ্জ বা সব থেকে বড় যুদ্ধও বলা যেতে পারে ৷ সারা পৃথিবী জুড়ে চিকিৎসার সঙ্গে চলছে প্রার্থনাও ৷ প্রতিটি ভারতবাসী চিকিৎসক, চিকিৎসা কর্মীরাই করোনার আসল নায়ক ৷ দিনরাত এক করে আর্তর সেবা করেছেন ৷ সারা বিশ্বে যে হারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা সেখানে দিনরাত এক করে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ৷

  মানুষের সেবা করতে করতে একজন নার্স করোনা সংক্রমিত হয়ে পড়েন ৷ গত শুক্রবার ৩২ বছর বয়সী রেশমা মোহনদাস নামে এক সেবিকা করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৷ হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরে ১৪দিনে হোম কোরেন্টিনে আছেন ৷ দেশের সব থেকে বয়সে বড় করোনার রোগী ৯৩ বর্ষীয় থমাস আব্রহাম ও তাঁর ৮৮ বছর বয়সী স্ত্রী মারিয়াম সুস্থ হওয়ার পরে হাসপাতালা থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে ৷

  রেশমা কেরলের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার কারণে বন্ধুবান্ধবের একটি পোস্ট করেছেন যে এক সপ্তাহের মধ্যে তোমার বিরুদ্ধে লড়ে এই ঘর ছেড়ে দেব ৷ তিনি এখানে তুমি বলতে করোনা ভাইরাসের কথা বলেছেন ৷ পরে তিনি জানিয়েছেন কেন তিনি গ্রুপে পোস্ট করেছিলেন কেননা তিনি জানতেন ৷ তিনি মানেন কেরলের স্বাস্থ্য পরিকাঠামো ভাল, তাঁর বিশ্বাস রয়েছে ৷

  Published by:Arjun Neogi
  First published: