হোম /খবর /দেশ /
প্রথা ভাঙছে কেরল, বিপুল আসন নিয়ে ক্ষমতায় ফিরছে বামেরাই! 'শূন্য' বিজেপি

Kerala Exit Poll Results 2021: প্রথা ভাঙছে কেরল, বিপুল আসন নিয়ে ক্ষমতায় ফিরছে বামেরাই! 'শূন্য' বিজেপি

ফিরছেন বিজয়ন

ফিরছেন বিজয়ন

কেরলের এক্সিট পোল (Kerala Exit Poll Results) বলছে, বাম সরকারকেই কেরলবাসী আগামী পাঁচ বছরের জন্য ক্ষমতায় রেখে দিচ্ছে।

  • Last Updated :
  • Share this:

কেরল: করোনা পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামলানোর পুরস্কার পেতে চলেছে কেরলের পিনারাই বিজয়ন (Pinarai) সরকার (Kerala Government)। ১৪০ আসনের কেরল বিধানসভায় কার পক্ষে মত দিল জনগণ, তা নিয়ে আগ্রহ তুঙ্গে। ২ মে ফলপ্রকাশের আগে, কেরলের এক্সিট পোল (Kerala Exit Poll Results 2021) বলছে, বাম সরকারকেই কেরলবাসী আগামী পাঁচ বছরের জন্য ক্ষমতায় রেখে দিচ্ছে। গত ৬ এপ্রিল একদফায় কেরলবাসী জানিয়ে দিয়েছেন নিজের মত। কেরালা বিধানসভায় ক্ষমতা দখলের জন্য দরকার ৭১ আসন। Today-Axis My India- এক্সিট পোলে সিপিএম নেতৃত্বাধীন LDF পেতে চলেছে ১০৪-১২০ আসন,কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রোটিক ফ্রন্ট (ইউডিএফ) পেতে পারে ২০-৩৬ আসন, আর বিজেপি পেতে পারে ০-২ আসন, অন্যান্যরা পেতে পারে ০-২ আসন। Republic-CNX-এক এক্সিট পোলও বলছে বামজোট পেতে পারে ৭২-৮০ আসন, কংগ্রেস জোট পেতে পারে ৫৮-৬৪ আসন, এনডিএ পেতে পারে ১-৫ আসন।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচবে কেরলের ২০টি আসনের মধ্যে ১৯টিতেই জিতেছিল কংগ্রেস। রাহুল গান্ধী নিজে কেরলের ওয়ানাড থেকে জিতেছিলেন। তাই ২০২১ সালে ইউডিএফ-এর ক্ষমতায় আসার সম্ভাবনা তুমুল। কিন্তু সমীকরণ বদলে যায় করোনার প্রথম ও দ্বিতীয় -দুপর্যায়েই। সরকার ও প্রশাসনের জনমুখী পরিকল্পনা পিনারাজ বিজয়ন সরকারকে ফের ক্ষমতার সামনা-সামনি এনে দেয়। বুথ ফেরৎ সমীক্ষাও তাই বলছে। রাহুল ম্যাজিকের আশায় কংগ্রেস হারানো জমি ফিরে পাওয়ার মরিয়া চেষ্টায় নামলেও তা খুব একটা কাজ করছে না। অধিকাংশ বুথ ফেরৎ সমীক্ষা এগিয়ে রাখছে বামজোটকেই।

TV-CNX ও P-MARQ-এর সমীক্ষাও বলছে, LDF পেতে চলেছে ৭৬ আসন। ইউডিএফ পেতে পারে ৬২ আসন। বিজেপিকে সন্তুষ্ট থাকতে হতে পারে ২ আসন নিয়ে। বাস্তবে, কংগ্রেসকে কেরলে জেতাতে রাহুল এতটাই মরিয়া ছিলেন যে বামজোটের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে তিনি ভুলে যান যে কেরল বাদে বাংলা-অসমে সিপিএম-এর সঙ্গে জোট বেঁধেছে কংগ্রেস। কেরলে নির্বাচনী প্রচারে রাহুল পিনারাই বিজয়নকে তোপ দাগতে গিয়ে সিপিএম-কে আরএসএস-এ সঙ্গে তুলনা করে বসেন রাহুল গান্ধী। বিজেপি অবশ্য তেমন কিছু প্রত্যাশাও করেনি। বাস্তবে রাহুলের চেষ্টাকে মাত করে ফের কেরলের ক্ষমতায় আসছে বামেরাই।

Published by:Suman Biswas
First published: