হোম /খবর /দেশ /
গুড় মাখানো বাজিও খেয়ে থাকতে পারে গর্ভবতী হাতিটি, দাবি বন দফতরের

Kerala Elephant Death| গুড় মাখানো বাজিও খেয়ে থাকতে পারে গর্ভবতী হাতিটি, দাবি বন দফতরের

নদীতে দাঁড়িয়ে বাঁচার চেষ্টায় কেরলের সেই হাতিটি

নদীতে দাঁড়িয়ে বাঁচার চেষ্টায় কেরলের সেই হাতিটি

বন দফতরের প্রধান সুরেন্দ্র কুমার News18-কে বলেন, 'বাজি ঠেসে দেওয়া আনারস খেয়েই গর্ভবতী হাতিটির মৃত্যু হয়েছে, এটা অনেকগুলি তত্ত্বের মধ্যে একটি৷ আমাদের কাছে এখনও কোনও প্রমাণ নেই৷'

  • Last Updated :
  • Share this:

#পলক্কড়: অন্তঃসত্ত্বা হাতিকে বাজি ঠাসা আনারস খাইয়ে খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ৷ নদীতে নেমে দাঁড়িয়ে থাকতে থাকতে সেই হাতির মর্মান্তিক মৃত্যু চোখে জল এনে দিয়েছে দেশবাসীর৷ কিন্তু হাতি মৃত্যুর তদন্তে নেমে বন দফতরের মুখে অন্য কথা৷ বন দফতরের আধিকারিকদের বক্তব্য, হাতিটি গুড়-মাখানো বাজি খেয়ে থাকতে পারে৷ গুড়-মাখানো বাজি কেরলে কৃষকরা ব্যবহার করেন, বন্য শুয়োরের হাত থেকে ফসল রক্ষার জন্য৷ অর্থাত্‍ বন দফতরের দাবি, বাজি ঠাসা আনারস সম্ভবত খায়নি হাতিটি, যা এখনও পর্যন্ত সর্বত্র প্রকাশিত৷

বন দফতরের প্রধান সুরেন্দ্র কুমার News18-কে বলেন, 'বাজি ঠেসে দেওয়া আনারস খেয়েই গর্ভবতী হাতিটির মৃত্যু হয়েছে, এটা অনেকগুলি তত্ত্বের মধ্যে একটি৷ আমাদের কাছে এখনও কোনও প্রমাণ নেই৷'

হাতি মৃত্যু হাতি মৃত্যু

গত ২৭ মে কেরলের পলক্কড়ে ভেল্লিয়ার নদীতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে মারা যায়৷ পেটের মধ্যে বাজি-বারুদ ঠাসা ফল৷ নিজেকে ও সন্তানকে বাঁচানোর অদম্য তাগিদেই হাতিটি নদীতে নেমে পড়ে৷ নদীরে মাঝে দাঁড়িয়ে হাতির সেই মৃত্যু ইন্টারনেটে ভাইরাল৷ মনে করা হচ্ছে বাজিটি হাতিটির মুখের মধ্যে ফাটে, যখন সে ফলটি চিবোতে শুরু করে৷ কারণ, মৃত হাতিটির চোয়াল ভেঙে গিয়েছে৷ এই নৃশংস ঘটনার পরে কেরল বন বিভাগ বিশেষ তদন্তের নির্দেশ দিয়েছে৷

প্রাথমিক ময়না তদন্তের পরে বন দফতর জানিয়েছে, মুখের মধ্যে বিস্ফোরণেই মৃত্যু হয়েছে হাতিটির, এটা বোঝা যাচ্ছে৷ কিন্তু কী ধরনের বিস্ফোরণ, তা ময়না তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট না পেলে বলা যাচ্ছে না৷

Published by:Arindam Gupta
First published:

Tags: Kerala, Kerala Elephant Death, Pregnant Elephant