#পলক্কড়: অন্তঃসত্ত্বা হাতিকে বাজি ঠাসা আনারস খাইয়ে খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ৷ নদীতে নেমে দাঁড়িয়ে থাকতে থাকতে সেই হাতির মর্মান্তিক মৃত্যু চোখে জল এনে দিয়েছে দেশবাসীর৷ কিন্তু হাতি মৃত্যুর তদন্তে নেমে বন দফতরের মুখে অন্য কথা৷ বন দফতরের আধিকারিকদের বক্তব্য, হাতিটি গুড়-মাখানো বাজি খেয়ে থাকতে পারে৷ গুড়-মাখানো বাজি কেরলে কৃষকরা ব্যবহার করেন, বন্য শুয়োরের হাত থেকে ফসল রক্ষার জন্য৷ অর্থাত্ বন দফতরের দাবি, বাজি ঠাসা আনারস সম্ভবত খায়নি হাতিটি, যা এখনও পর্যন্ত সর্বত্র প্রকাশিত৷
বন দফতরের প্রধান সুরেন্দ্র কুমার News18-কে বলেন, 'বাজি ঠেসে দেওয়া আনারস খেয়েই গর্ভবতী হাতিটির মৃত্যু হয়েছে, এটা অনেকগুলি তত্ত্বের মধ্যে একটি৷ আমাদের কাছে এখনও কোনও প্রমাণ নেই৷'
গত ২৭ মে কেরলের পলক্কড়ে ভেল্লিয়ার নদীতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে মারা যায়৷ পেটের মধ্যে বাজি-বারুদ ঠাসা ফল৷ নিজেকে ও সন্তানকে বাঁচানোর অদম্য তাগিদেই হাতিটি নদীতে নেমে পড়ে৷ নদীরে মাঝে দাঁড়িয়ে হাতির সেই মৃত্যু ইন্টারনেটে ভাইরাল৷ মনে করা হচ্ছে বাজিটি হাতিটির মুখের মধ্যে ফাটে, যখন সে ফলটি চিবোতে শুরু করে৷ কারণ, মৃত হাতিটির চোয়াল ভেঙে গিয়েছে৷ এই নৃশংস ঘটনার পরে কেরল বন বিভাগ বিশেষ তদন্তের নির্দেশ দিয়েছে৷
প্রাথমিক ময়না তদন্তের পরে বন দফতর জানিয়েছে, মুখের মধ্যে বিস্ফোরণেই মৃত্যু হয়েছে হাতিটির, এটা বোঝা যাচ্ছে৷ কিন্তু কী ধরনের বিস্ফোরণ, তা ময়না তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট না পেলে বলা যাচ্ছে না৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।