# ত্রিশূর, কেরল: কথায় বলে, সাধ থাকলেই হয় না, সাধ্যও থাকতে হয়! কিন্তু সবসময় বোধহয় তা ঠিক নয়! মনের ইচ্ছে থাকলে অসম্ভবও সম্ভবপর হয়ে ওঠে! যেমন ত্রিশূরের অবনুর পঞ্চায়েতের থাংগালুরের এক দম্পতির ঘটনা... সাধ্য নিতান্তই কম, কিন্তু মনটা বিশাল বড়! সারা জীবনের জমানো পুঁজি দিয়ে একটি বাড়ি তৈরি করেছেন তাঁরা৷ সেই বাড়ি তুলে দেবেন ৫টি গরিব পরিবারের হাতে। বাড়ি তৈরির কাজ প্রায় শেষ, আগামী ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসেই এই শুভকাজ সম্পন্ন করতে চান তাঁরা ।
৮০ বছরের কোরাট্টি ভার্গিস পেশায় সশস্ত্র বাহিনীর চালক ছিলেন। স্ত্রী ফিলোমেনা অবসারপ্রাপ্ত স্কুলশিক্ষিকা। কারও থেকে কোনও ডোনেশন, কোনও অর্থ সাহায্য ছাড়াই, নিজেদের জমনো টাকায় এই বাড়ি বানাচ্ছেন বৃদ্ধ দম্পতি। চাকরি থেকে অবসরের পর বর্তমানে পূর্বপুরুষের জমিতে চাষের কাজ করেন কোরাট্টি। দম্পতির চার সন্তান, প্রত্যেকেই ভালভাবে প্রতিষ্ঠিত।
ভার্গিসের কথায়, '' গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই। নিজে আশৈশব চরম দারিদ্র্য দেখেছি, কাজেই চেয়েছিলাম কিছু অসহায় মানুষের সাহায্য করতে, তাঁদের মাথার ওপর ছাদ দিতে।''