#নয়াদিল্লি: ‘আপনাদের ছেলে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছে৷ গ্রামে ফোন করে বলে দিন৷ আর কোনও চিন্তার কারণ নেই৷’ শপথ অনুষ্ঠানে কেজরিওয়ালকে দেখে মনে হচ্ছিল, এতদিন টেনশন ছিল ষোল আনা৷ একধাক্কায় সব টেনশন কমে গেছে৷ বেড়েছে আত্মবিশ্বাসও৷ কারণ, নিজের উন্নয়নের ফর্মুলাতেই জয় পেয়েছেন তিনি৷ তাই সেই উন্নয়নের কথাই ফিরে ফিরে এল তাঁর ভাষণে৷ শপথ গ্রহণ অনুষ্ঠানের শেষে কেজরি বললেন, ‘এই জয় আপনাদের৷ মা, বোন. যুবকদের৷ দিল্লির প্রতিটি পরিবারের জয় এই জয়৷ শেষ পাঁচ বছরে আমরা চেষ্টা করেছি, কীভাবে দিল্লির প্রতিটি পরিবারে সমস্ত পরিষেবা পৌঁছে দিতে পারি৷ সামনের পাঁচ বছরেও সেটাই করব৷’
#AAPKiDilli – Some people say Kejriwal is giving everything for free. Nature has ensured every valuable thing in the world is free - be it mother's love, father's blessings or Shravan Kumar's dedication. Kejriwal loves his people & hence this love is free:Delhi CM Arvind Kejriwal pic.twitter.com/e5byEBFhtC
— News18 (@CNNnews18) February 16, 2020
#NewsAlert – I invited PM Narendra Modi Ji for this programme but he could not come. I want to seek his blessings for the smooth governance and progress of Delhi: Delhi CM Arvind Kejriwal at Ramlila Maidan. #AAPKiDilli #LIVE Updates: https://t.co/e51anm4yAW pic.twitter.com/7Ni7uYvfA3
— News18 (@CNNnews18) February 16, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: AAP, Arvind Kejriwal