হোম /খবর /দেশ /
করোনার কোপের মাঝেই খুলতে চলেছে কেদারনাথ ধাম !

করোনার কোপের মাঝেই খুলতে চলেছে কেদারনাথ ধাম !

ঠিক এই সময়ই এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলল চার ধামের সঙ্গে যুক্ত কর্তৃপক্ষরা ৷

  • Last Updated :
  • Share this:

#দেরাদুন: লকডাউনের মাঝেই কেদারনাথ ধাম থেকে এল বড় খবর ৷ গোটা বিশ্ব যখন বিপর্যস্ত, করোনার মোকাবিলায় গোটা দেশে যখন লকডাউন ৷ ঠিক এই সময়ই এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলল চার ধামের সঙ্গে যুক্ত কর্তৃপক্ষরা ৷ সম্প্রতি উখিমঠে আয়োজিত এক বৈঠকে জানিয়ে দেওয়া হল, মে মাসের ১৪ তারিখ নয়, আগামী ২৯ তারিখই খুলতে চলেছে কেদারনাথের পবিত্র কপাট !

খবর অনুযায়ী, প্রথমে কথা ছিল বদ্রীনাথের সঙ্গেই অর্থাৎ ১৪ মে-তে কেদারনাথের কপাট খুলবে ৷ তবে মঙ্গলবার বিশেষ বৈঠকে পর্যটন মন্ত্রী জানিয়ে দেন মে মাসে নয়, কেদারনাথের কপাট খুলবে ২৯ এপ্রিল৷

এই বৈঠকে এও জানানো হয়, করোনার কথা মাথায় রেখে কেদারনাথের কপাট খোলার পর কেদারনাথ ও বদ্রীনাথের পুজো-অর্চনার সময় অবশ্যই মানা হবে সামাজিক দূরত্ব ৷ খেয়াল রাখা হবে পরিচ্ছন্নতা ও স্যানিটাইজেশনের বিষয়টিও ৷ ব্যবহার হবে মাস্কও৷

Published by:Akash Misra
First published:

Tags: Corona Virus