• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • অমিতাভের হাত ধরে বাঙালি বধূর কাছেই এল এক কোটি টাকার চেক !

অমিতাভের হাত ধরে বাঙালি বধূর কাছেই এল এক কোটি টাকার চেক !

Season's First Crorepati Anamika Majumdar Opens Up About Her Struggles, Life After Big Win

Season's First Crorepati Anamika Majumdar Opens Up About Her Struggles, Life After Big Win

থাকেন জামশেদপুরে ৷ কিন্তু আদতে এক্কেবারে বাঙালি ৷ কিন্তু যখন সামনে অমিতাভ বচ্চন, তখন যেন সব কিছু গুলিয়ে যাচ্ছিল অনামিকা মজুমদারের !

 • Share this:

  #জামশেদপুর: থাকেন জামশেদপুরে ৷ কিন্তু আদতে এক্কেবারে বাঙালি ৷ কিন্তু যখন সামনে অমিতাভ বচ্চন, তখন যেন সব কিছু গুলিয়ে যাচ্ছিল অনামিকা মজুমদারের ! হট সিটে বসে তখন একটাই ভাবনা, যেভাবেই হোক উত্তর দিতে হবে ৷ তাই চোখ বুজে মনোযোগ ৷ আর সামনে তখন ক্রাশ অমিতাভ বচ্চন ৷

  কৌন বনেগা ক্রোড়পতির প্রথম ক্রোড়পতি অনামিকা মজুমদারের অভিজ্ঞতা কিছুটা এমনই ৷ একে চোখের সামনে প্রশ্ন ‘ভারতীয় সংবিধানের অলঙ্করণ করেছিলেন কোন শিল্পী? আর সামনে মাত্র দুটো অপশন ৷ নন্দলাল বসু ও অবনীন্দ্রনাথ ঠাকুর ৷ অনামিকা দেবীর কথায়, এই সময়ই যেন গলার সামনে উত্তেজান পাকিয়ে আসছিল ৷ বার বার ভাবছিলাম ৷ যদি ভুল হয় উত্তর ? কিন্তু তারপর সব ইতিহাস ৷ অমিতাভের উল্লাস, দর্শকের হাততালিতে সম্বিত ফেরে অনামিকার ৷ প্রথম কয়েক মিনিট বিশ্বাসই করতে পারেননি অনামিকা৷

  কৌন বনেগা ক্রোড়পতিতে ডাক পাওয়ার পরই ছেলেমেয়েই সাহায্য করেছিল ৷ একের পর এক বই পড়েছিলাম ৷ তবে একেবারে ক্রোড়পতি হব, তা আশা করিনি ! আমি তৈরি হচ্ছিলাম যেন বেশিরভাগ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারি ৷ আপ্লুত হয়ে এই কথাই বার বার সংবাদমাধ্যমকে বলে যাচ্ছিলেন অনামিকা ৷ লক্ষ্মীপুজোর আগেই, যে এভাবে ঘরে লক্ষ্মী আসবে, সে কথাতেই মন ভরছে অনামিকার ৷ তবে ১ কোটি টাকার চেক পেলেও আয়কর কেটে তাঁর হাতে থাকবে ৬০-৬৫ লক্ষের মতো।

  First published: