#বেলাগাভি: 'লোকসভা উপনির্বাচনে কোনও মুসলিম প্রার্থীকে টিকিট দেবে না বিজেপি,' কর্নাটকের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ণমন্ত্রী কে এস এস্বওয়ারাপ্পা ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্যে জোরাল বিতর্ক দানা বেধেছে। বেলাগাভি উপনির্বাচনের প্রচারে গিয়ে বিজেপি মন্ত্রী এস্বওয়ারাপ্পা বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের থেকে যে কোনও গোষ্ঠীর সদস্যকে দলের টিকিট দেওয়া হতে পারে। তা সে লিঙ্গায়েত, কুরুবাস, ভোক্কালিগাস হোক বা ব্রাহ্মণদের মধ্যেই কেউ। কিন্তু কোনও মতেই মুসলিমদের প্রার্থী করা হবে না।’
যদিও এটাই প্রথমবার নয়, এর আগেও উস্কানিমূলক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন কর্ণাটকের এই নেতা। সেই বার কোপ্পালে তিনি বলেছিলেন যে, ‘মুসলিমদের বিজেপির উপর বিশ্বাস নেই। তাই ওই সম্প্রদায়ের কাউকে প্রার্থী করা হবে না।’ এ দিকে, ANI-র রিপোর্ট অনুযায়ী শনিবার এস্বওয়ারাপ্পা আরও বলেন, "বেলাগাভি হিন্দু অধ্যুষিত কেন্দ্র। এখানে কোনও মুসলিমকে টিকিট দেওয়ার প্রশ্নই ওঠে না। টিকিট হিন্দুদের থেকেই কেউ পাবে। আমরা একসঙ্গে বসে প্রার্থী নির্বাচন করব। বিজেপি ছাড়া কোনও দলে এরকম গণতন্ত্র নেই।’’
প্রসঙ্গত, বেলাগাভি লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ অঙ্গাদি সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারান। যদিও এই এখনও উপনির্বাচনের কথা ঘোষণা করেনি নির্বাচন কমিশন। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, কর্ণাটক প্রথমে জেডিএস–কংগ্রেস জোটের ক্ষমতায় থাকলেও তা দখলে নেয় বিজেপি। মুখ্যমন্ত্রী হন বিএস ইয়েদুরাপ্পা। তাঁরই মন্ত্রিসভার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ণ মন্ত্রী কে এস এস্বওয়ারাপ্পা।