• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • মদ কিনে বাড়ি ফেরার পথে বাইকের সামনে সাপ, রেগে মেগে সাপকে চিবিয়ে খেলেন ব্যক্তি

মদ কিনে বাড়ি ফেরার পথে বাইকের সামনে সাপ, রেগে মেগে সাপকে চিবিয়ে খেলেন ব্যক্তি

দেখুন দেখি কী কাণ্ড, শেষমেশ সাপকে চিবিয়ে খেল মানুষ ! হ্যাঁ, এরকমটিই ঘটেছে লকডাউনের কর্ণাটকে ৷

দেখুন দেখি কী কাণ্ড, শেষমেশ সাপকে চিবিয়ে খেল মানুষ ! হ্যাঁ, এরকমটিই ঘটেছে লকডাউনের কর্ণাটকে ৷

দেখুন দেখি কী কাণ্ড, শেষমেশ সাপকে চিবিয়ে খেল মানুষ ! হ্যাঁ, এরকমটিই ঘটেছে লকডাউনের কর্ণাটকে ৷

 • Share this:

  #কোলার: দেখুন দেখি কী কাণ্ড, শেষমেশ সাপকে চিবিয়ে খেল মানুষ ! হ্যাঁ, এরকমটিই ঘটেছে লকডাউনের কর্ণাটকে ৷ একটি গোটা সাপকে কচমচ করে চিবিয়ে খেলেন এক ব্যক্তি ৷

  খবর অনুযায়ী, মঙ্গলবার বাইকে চড়ে মদ কিনে বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি ৷ জানা গিয়েছে, ব্যক্তির নাম কুমার ৷ রাস্তায় হঠাৎ কুমারের বাইকের নিচে চলে আসে একটি সাপ ! ব্যস, বাইক থামিয়ে আহত সাপকে হাতে তুলে নেন কুমার ৷ তারপর চারিদিক দেখে শুনে, সোজা সাপের গায়ে কামড় !  দাঁত দিয়ে সাপের গায়ের চামড়া তুলে ফেলে মাংস খেতে শুরু করেন কুমার ৷

  এই অদ্ভুত দৃশ্য দেখে লোকজনের ভিড় জমে যায় রাস্তায় ৷ পুলিশও চলে আসে ঘটনাস্থলে ৷ ফোন নিয়ে শুরু হয় ভিডিও তোলা ৷ সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতে দারুণ ভাইরাল ৷

  ঘটনাটি যারা চাক্ষুষ করেছেন, তাঁরা জানিয়েছেন, সাপে কামড় দিতে দিতে কুমার চিৎকার করে বলছিলেন, ‘তোর এত্ত বড় সাহস...আমার রাস্তার সামনে এসেছিস !’

  দেখুন সেই ভিডিও---

  Published by:Akash Misra
  First published: