corona virus btn
corona virus btn
Loading

করোনার ভয়ে আরও এক আত্মহত্যা, সুইসাইড নোটে পরীক্ষা করানোর অনুরোধ

করোনার ভয়ে আরও এক আত্মহত্যা, সুইসাইড নোটে পরীক্ষা করানোর অনুরোধ
প্রতীকী চিত্র

মূলক ভয় থেকেই এই কাজ করেছেন তিনি, অনুমান পুলিশের। যদিও তার লালারস পরীক্ষা করা হবে। পরীক্ষা করা হবে তাঁর স্ত্রী ও দুই সন্তানের নমুনাও।

  • Share this:

#কর্ণাটক: করোনায় সংক্রমিত হয়েছেন, এই আতঙ্কেরই বুধবার আত্মহত্যা করলেন এক ব্যক্তি। সুইসাউড নোটে লিখে গেলেন পরিবারের সকলে যেন চিকিৎসকের দ্বারস্থ হন, রক্তের নমুনা পরীক্ষা করান। বুধবার এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকের উদুপিতে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই ব্যক্তিকে বুধবার রাতে বাড়ির কাছেই একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ।

পুলিশই জানাচ্ছে কোয়ারেন্টাইনে যাওয়ার জন্যে যাদের নির্দেশ দেওয়া হয়েছিল, তাদের মধ্যেও এই ব্যক্তি ছিলেন না। অমূলক ভয় থেকেই এই কাজ করেছেন তিনি, অনুমান পুলিশের। যদিও তার লালারস পরীক্ষা করা হবে। পরীক্ষা করা হবে তাঁর স্ত্রী ও দুই সন্তানের নমুনাও।

Published by: Arka Deb
First published: March 26, 2020, 12:40 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर