corona virus btn
corona virus btn
Loading

বাড়িতে জানায়নি প্রেমিকা, রাগে যুবতীর যৌনাঙ্গে অ্যাসিড ঢেলে পোড়াল প্রেমিক!

বাড়িতে জানায়নি প্রেমিকা, রাগে যুবতীর যৌনাঙ্গে অ্যাসিড ঢেলে পোড়াল প্রেমিক!
প্রতীকী চিত্র ৷
  • Share this:

#বাঙ্কাপুরা: কেন তাঁদের সম্পর্কের কথা বাড়িতে জানাননি প্রেমিকা? সেই রাগে প্রেমিকাকে ডেকে এনে তাঁর যৌনাঙ্গে অ্যাসিড ঢেলে পুড়িয়ে দিল গুণধর প্রেমিক ৷ ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বাঙ্কাপুরা এলাকায় ৷ কর্নাটকের এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মেয়েটিকে ভর্তি করা হয়েছে হুবালির কেআইএমএস হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, ওই যুবতীর অবস্থা আশঙ্কাজনক। বাঙ্কাপুরা পুলিশ সূত্রে খবর, ওই যুবক-যুবতীর সম্পর্ক ছিল প্রায় ২ বছর ধরে ৷ গোপনে তাঁরা বিয়েও সেরেছিলেন ৷ কিন্তু মেয়েটি এই সম্পর্কের কথা বাড়িতে জানাতে পারেননি ৷ এতেই প্রেমিকার উপর সন্দেহ হয় অভিযুক্ত মঞ্জুনাথ কালাসাদার ৷ পেশায় অটোচালক মঞ্জুনাথ সেই রাগেই গত বুধবার সকালে প্রেমিকাকে ডেকে আনেন হাভেরি শহরের শেষেপ্রান্তে সিদ্দানা গুড্ডা নামে একটি নির্জনস্থানে ৷ ওই যুবতী প্রেমিকের কথায় সেখানে পৌঁছালে দু’জনের মধ্যে প্রবল অশান্ত হয় ৷ প্রেমিকা অন্য কোনও সম্পর্কে রয়েছেন কিনা তাও জানতে চায় মঞ্জুনাথ ৷ তাঁকে হুমকিও দেয় ৷ শেষে প্রচণ্ড রাগে প্রেমিকার যোনিতে অ্যাসিড ঢেলে দেয় মঞ্জুনাথ ৷ ঘটনায় ওই যুবককে গ্রেফতার করা হয়েছে ৷

First published: January 9, 2020, 8:53 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर