• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ৭৫০ কেজির দৈত্যাকার মাছ ধরা পড়ল জালে ! অবাক মৎস্যজীবীরাও

৭৫০ কেজির দৈত্যাকার মাছ ধরা পড়ল জালে ! অবাক মৎস্যজীবীরাও

দৈত্যাকার শংকর মাছটি আসলে জেনাস মোবুলা প্রজাতির।

দৈত্যাকার শংকর মাছটি আসলে জেনাস মোবুলা প্রজাতির।

দৈত্যাকার শংকর মাছটি আসলে জেনাস মোবুলা প্রজাতির।

 • Share this:

  #বেঙ্গালুরু: এমন দৃশ্য দিঘা বা ওড়িশার উপকূলে মাঝেমধ্যেই দেখা যায় ৷ মৎস্যজীবীদের জালে ধরা পড়ে অনেক রকমের নানা সাইজের মাছ ৷ কিন্তু ৭৫০ কেজির মাছ ! এমন ঘটনা সত্যি বিরল ৷ এমনই বিশালাকৃতির মাছ সম্প্রতি ধরা পড়েছে কর্ণাটকের নাগাসিদ্ধির মৎস্যজীবীদের জালে ৷

  আর একটি নয়, দু-দুটি এরকম বিশাল মাছ ধরা পড়েছে মৎস্যজীবীদের জালে ৷ অপর মাছটির ওজন অবশ্য ২৫০ কেজি ৷ কিন্তু তাই বা কম কীসের ! মঙ্গলবার নৌকা নিয়ে মাঝ সমুদ্রে রওনা হন সুভাষ সাইলান নামে এক মৎস্যজীবী। আর তাঁর জালেই ধরা পড়ে এই শংকর মাছ। সুভাষ যখন মাছ নিয়ে উপকূলে আসেন, তখন মাছ দুটি বয়ে নিয়ে যেতে একট ক্রেন নিয়ে যাওয়া হয়।

  দৈত্যাকার শংকর মাছটি আসলে জেনাস মোবুলা প্রজাতির। এর মুখ হয় অনেক বড়, শিং-এর মত ধারাল লেজ। এই মাছ বিরল প্রজাতির। ভারতে খুব বেশি সংখ্যায় দেখা যায় না। এই ধরণের মাছ সাধারণত উষ্ণ অঞ্চলে দেখতে পাওয়া যায়।

  Published by:Siddhartha Sarkar
  First published: