#কর্নাটক: লকডাউনে মন টিকছিল না ঘরে । যেখানে করোনা প্রতিরোধে গোটা দেশ গৃহবন্দি, চলছে তৃতীয় দফার লকডাউন, সেখানে নিয়ম ভেঙে রাস্তায় বেরলেন খোদ বিধায়ক পুত্র। ঘটনাটি ঘটেছে কর্নাটকে ।
দেখে মনে হবে যেন কোনও বলিউডি ছবির শ্যুটিং চলছে । অথবা মুকুটহীন কোনও মহারাজা তাঁর রাজত্ব দেখতে চলেছেন তেজি কালো ঘোড়া ছুটিয়ে । তবে বাস্তবের ব্যাপারটা একটু হলেও আলাদা । লকডাউনে বাড়িতে বসে বিরক্ত হয়ে গিয়েছিলেন কর্নাটকের বিজেপি বিধায়ক নিরঞ্জন কুমারের ছেলে । তাই এদিন মহীশূর-উটি জাতীয় সড়কে ঘোড়া ছুটিয়ে একটু ঘুরতে বেড়িয়েছিলেন । তাও আবার কোনও রকম সুরক্ষাবিধি না মেনেই ।
Wow, Look at this. Entire country is in #Lockdown.But for VIPs son No #Lockdown, nothing. Gundlupet BJP MLA Niranjan Kumars son riding his horse Enjoying the Ride Any action expected CM sir. pic.twitter.com/5Xsiw5bNLH
— L G (@Lkh2707) May 12, 2020
বিধায়কপুত্রের মুখে না ছিল কোনও মাস্ক, না ছিল হাতে গ্লভস । এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায় । সমালোচনার মুখে পড়ে ওই বিধায়ক জানান, তাঁরা গ্রিন জোনের আওতায় থাকেন । তাছাড়া এখনও পর্যন্ত এমন কোনও আইন নেই যেখানে ঘোড়ায় চেপে বাইরে বের হওয়া যাবে না। তবে ছেলের কোনও ভুল হয়ে থাকলে তা তাঁকে বুঝিয়ে বলবেন বলে সংবাদ মাধ্যমে জানান তিনি ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP MLA, Karnataka, Lockdown, Ride Horse