#বেঙ্গালুরু: ভয়ানক দৃশ্য কর্নাটকে। অন্তঃসত্ত্বা মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে গিয়ে চরম সমস্যায় পড়লেন পরিবারের লোকেরা। কর্নাটকের চামরাজানগর জেলায় ঘটে গিয়েছে এই মারাত্মক ঘটনা। মোট আট কিলোমিটার রাস্তা বাঁশে বেঁধে, কাপড় জড়িয়ে ঝুলিয়ে নিয়ে যাওয়া হয়েছে মহিলাকে। গ্রামে চিকিৎসার ব্যবস্থা না থাকায়, অ্যাম্বুল্যান্স না পাওয়ায় শেষ পর্যন্ত তাই বাঁশে কাপড় দিয়ে বেঁধেই নিয়ে যাওয়া হল মহিলাকে।
সে রাজ্যের মহাদেশ্বর পাহাড়ের রোজকার চিত্র এটাই। এমনই এক গ্রাম এটি। বছরের পর এ গ্রামের অন্তঃসত্ত্বা মহিলাদের নানা সময়ে এ ভাবে কাঁধে করে নিয়ে যেতে হয় আট কিলোমিটার দূরের একটি একটি স্বাস্থ্য কেন্দ্রে। অসহায় অবস্থা শিশুদেরও। কাছাকাছির মধ্যে নেই স্কুল। তাই খালি পায়ে, জঙ্গলের মধ্যে দিয়ে তাদের যেতে হয় বহুদূরের স্কুলে। কেউ সাহায্য করেও আসে না। সম্প্রতি শান্তলা নামের এক অন্তঃসত্ত্বা মহিলার গর্ভ যন্ত্রণা হওয়ায় গ্রামের মানুষ সরাসরি ফোন করে বন দফতরের নম্বরে। সেখান থেকে কেউ ফোন তোলেননি বলেই অভিযোগ।
আরও পড়ুন: বড় সিদ্ধান্ত, বিদ্যুতের খরচ কমাতে অভিনব পরিকল্পনা রাজ্যের! সব জেলায় চিঠি
সেই কারণেই সেদিন ওভাবে নিয়ে যেতে হয়েছে রোগীকে। ইতিমধ্যে ওই এলাকার বন দফতরের পক্ষ থেকে ও স্থানীয় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ প্রকল্প এই কারণে চালু করেছে প্রশাসন। সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছে জন বন সেতু। সেখানেই একটি বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Karnataka