#নয়াদিল্লি: ‘তথ্যপ্রমাণ’ রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দুর্নীতির ! এরকমই মন্তব্য করে সরব হয়ে উঠেছেন আপ থেকে সদ্য বহিষ্কৃত হওয়া কপিল মিশ্র ৷ আর সেই ‘তথ্যপ্রমাণ’কে সঙ্গী করেই মঙ্গলবার সিবিআই দফতরে হাজির হলেন কপিল মিশ্র ৷ কেজরিওয়ালের বিরুদ্ধে বিপুল অঙ্কের দুর্নীতির অভিযোগ দায়ের করলেন তিনি ৷
তবে পুরো ঘটনায় একেবারেই চুর করে নেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ কপিল মিশ্র-র বিরুদ্ধে ট্যুইট করে তিনি লিখলেন, ‘শেষমেশ সত্যের জয় হবে ৷ আর সেই জয়ের সূচনা হবে দিল্লি বিধানসভার বিশেষ অধিবেশনেই ৷ দেশের বিরুদ্ধে বিরাট চক্রান্ত হচ্ছে, খুব শীঘ্রই তার পর্দা ফাঁস করব !’
মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়ে দুর্নীতিকে ইস্যু করেই নির্বাচনে নেমেছিলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ সেই কেজিরওয়ালের নামেই এবার ঘুষ নেওয়ার অভিযোগ উঠল ৷ আর অভিযোগ করলেন আপ-এর সদস্য কপিলব মিশ্র ৷ কপিল মিশ্র, অরবিন্দ কেজরিওয়ালের দীর্ঘদিনের সঙ্গী ও আপ মন্ত্রীসভার সদস্য ৷ কপিল মিশ্র দিল্লির পানীয় জল সরবরাহের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছাড়াও দিল্লি জল বোর্ডের চেয়ারম্যানও ছিলেন কপিল।
শনিবারই মন্ত্রীসভা থেকে কপিল মিশ্রকে বহিষ্কার করেন কেজরিওয়াল ৷ কেজরিওয়ালের অভিযোগ, নিজের ক্ষমতার অপব্যবহার করছিলেন কপিল মিশ্র ৷
বহিষ্কার হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই কেজরিওয়ালের দিকে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ তোলেন কপিল ৷ কপিলের অভিযোগ, শুক্রবারই তাঁর সামনে দিল্লির স্বাস্থ্য এবং পূর্ত মন্ত্রী সত্যেন্দ্র জৈন অরবিন্দ কেজরীবালকে ২ কোটি টাকা নগদ দেন। কপিলের অভিযোগ, টাকার উৎস সম্পর্কে প্রশ্ন করলে কেজরীবাল সেই প্রশ্ন এড়িয়ে যান। কপিল মিশ্র-র কথায়, টাকা লেনদেনের এই বিষয়টি তিনি দিল্লির দুর্নীতি দমন শাখাকে জানান। শনিবার নিজে গিয়ে সেকথা দিল্লির মুখ্যমন্ত্রীকে জানিয়েও আসেন তিনি। টাকা লেনদেনের খবর দুর্নীতি দমন শাখাকে জানিয়ে দেওয়ায় ক্ষুব্ধ কেজরীবাল তাঁকে বরখাস্ত করেছেন ৷