#দিল্লি: ২০২৪-এর রণকৌশল নিয়ে সনিয়া গান্ধির সঙ্গেই সরাসরি কথা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ এ দিন দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে এই সম্ভাবনায় সিলমোহর দিলেন কংগ্রেস নেতা কমল নাথ৷ দিল্লিতে গিয়ে কমলনাথের সঙ্গেই প্রথম বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
আগামিকাল, বুধবার সনিয়া গান্ধির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মমতার৷
বৈঠক শেষে কমল নাথ দাবি করেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়েই মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে তাঁর৷ পেট্রোল- ডিজেলের চড়া দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়েও আলোচনা হয়েছে৷ কমলনাথ বলেন, 'সাম্প্রতিক সময়ের বিভিন্ন জ্বলন্ত ইস্যু নিয়ে আমাদের কথা হয়েছে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার দীর্ঘ দিনের পরিচয়, তাই তাঁকে শুভেচ্ছা জানাতে এসেছিলাম৷' কংগ্রেস শীর্ষ নেতাকে প্রশ্ন করা হয়, ২০২৪-এর রণকৌশল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনও কথা হয়েছে কি না? জবাবে কমল নাথ বলেন, 'এ বিষয়ে আমাদের দলের নেতৃত্বের সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোচনা হবে৷' মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এলেন কংগ্রেস নেতা আনন্দ শর্মা৷
মুখ্যমন্ত্রীর এবারের দিল্লি সফরকে আসলে বিরোধীদের একজোট করার উদ্যোগ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল৷ কমল নাথের এ দিনের মন্তব্যের পর সেই সম্ভাবনায় সিলমোহর পড়ল৷ ২০২৪-এর লড়াইয়ে সনিয়া গান্ধি সহ কংগ্রেস শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা গুরুত্ব দিচ্ছেন, তাও স্পষ্ট হয়ে গেল৷ কমল নাথ বেরিয়ে যাওয়ার পর পরই আর এক শীর্ষ কংগ্রেস নেতা আনন্দ শর্মা মমতার সঙ্গে দেখা করতে আসেন৷ আজই সন্ধ্যায় কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভির সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর৷
তার আগে এ দিন বিকেলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাজ্যের দাবিদাওয়া নিয়ে বৈঠক করার কথা তাঁর৷ আগামী কয়েকদিনে শরদ পাওয়ার, অরবিন্দ কেজরীওয়াল সহ বিরোধী শিবিরের একাধিক গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Congress, Mamata Banerjee, Sonia Gandhi, TMC