NEET তুলে দেওয়ার দাবি, ‘জাস্টিস ফর অনিতা’ বিক্ষোভে উত্তাল তামিলনাড়ু

‘জাস্টিস ফর অনিতা’ বিক্ষোভে উত্তাল তামিলনাড়ু

Siddhartha Sarkar | News18 Bangla
Updated:Sep 02, 2017 05:31 PM IST
NEET তুলে দেওয়ার দাবি, ‘জাস্টিস ফর অনিতা’ বিক্ষোভে উত্তাল তামিলনাড়ু
Source: PTI
Siddhartha Sarkar | News18 Bangla
Updated:Sep 02, 2017 05:31 PM IST

#চেন্নাই: ‘জাস্টিস ফর অনিতা’ বিক্ষোভে উত্তাল তামিলনাড়ু। পথে নেমে বিক্ষোভ এসএফআই ও ডিওয়াইএফআইয়ের। বিক্ষোভ দেখায় বিভিন্ন তামিলপন্থী ছাত্র সংগঠনও। NEET তুলে দেওয়ার দাবি করেন বিক্ষোভকারীরা। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল আত্মঘাতী দলিত ছাত্রীর গ্রাম কুলুমরও।

NEET-র ভিত্তিতে মেডিক্যাল কোর্সে ভর্তি হতে হবে। কেন্দ্রের এই অভিন্ন পরীক্ষার সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ১৯ বছরের সেই দলিত ছাত্রী অনিতার আত্মহত্যা ঘিরে উত্তাল তামিলনাড়ু। দফায় দফায় বিক্ষোভ দেখায় এসএফআই ও ডিওয়াইএফআই। তামিলনাড়ু মাইন্ট রোড অবরোধ করা হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান বিক্ষোভ কারীরা। বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

জাস্টিস ফর অনিতা এই স্লোগান তুলে পথে নামে তামিলপন্থী ছাত্র সংগঠনও। পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় আরওয়াইএসএফ।

ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট বা NEET তুলে দেওয়ার দাবি করেন বিক্ষোভকারীরা। সরকারি মেডিক্যাল কলেজের বাইরেও বিক্ষোভ দেখানো হয়। কোয়েম্বাটুর, সালেম , রামেশ্বরম সর্বত্রই বিক্ষোভ দেখানো হয়।

First published: 05:28:08 PM Sep 02, 2017
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर