হোম /খবর /দেশ /
কাঁচি দিয়ে আঘাত করে স্ত্রীকে খুন, রক্তস্রোতের পাশেই বসে ভিডিও গেম খেলল যুবক

কাঁচি দিয়ে আঘাত করে স্ত্রীকে খুন, রক্তস্রোতের পাশেই বসে ভিডিও গেম খেলল যুবক

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

হ্যাঁ, এমন ঘটনাই ঘটেছে সম্প্রতি জয়পুরের বিজেএস কলোনিতে। ঘটনার অভিঘাতে এলাকাবাসী স্তব্ধ।

  • Last Updated :
  • Share this:

#জয়পুর: ঠাণ্ডা মাথায় খুন করেছে স্ত্রীকে। খবর দিয়েছে পুলিশকে, স্ত্রী পরিবারকে। তারপর সেই রক্তাক্ত দেহ পাশেই রেখে নির্বিকার চিত্তে ভিডিও গেম খেলতে বসল স্বামী। হ্যাঁ, এমন ঘটনাই ঘটেছে সম্প্রতি জয়পুরের বিজেএস কলোনিতে। ঘটনার অভিঘাতে এলাকাবাসী স্তব্ধ।

বিজেএস কলোনির বাসিন্দা বিক্রম সিং ও তার স্ত্রী শিব কানোয়ারের মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত। সংসার চলত শিবের পয়সাতেই। সেলাই করে রোজগার করতেন তিনি। বিক্রম প্রায় কোনও কাজই করত না। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রবিবার রাত থেকেই স্ত্রীর সঙ্গে ঝগড়ায় মত্ত ছিল বিক্রম সিং। শিব কানোয়ার নামক ওই মহিলাকে বেধরক মারধর করে বিক্রম, একসময় খুনই করে ফেলে তাকে। খবর দেয় মেয়েটির আত্মীয়স্বজন এবং পুলিশকে।

ঘটনাস্থলে এসে পুলিশ দেখতে পায় ওই মহিলার শরীর রক্তে ভেসে যাচ্ছে, আর চিকিৎসার ব্যবস্থা তো দূরে থাক, পাশেই বসে মোবাইল গেম খেলছেন স্বামী। পুলিশি তৎপরতাতেই ওই মহিলাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের অনুমান ধারালো কাঁচি দিয়ে নৃশংশ ভাবে আঘাত করে মারা হয়েছে শিবকে। সেই কাঁচি সেলাইয়ের কাজেই ব্যবহার করতেন শিব।

Published by:Arka Deb
First published:

Tags: Crime, Jaypur, Murder