#নয়াদিল্লি: গুলিটা প্রায় কান ঘেঁষে বেরিয়ে যায়৷ তাই অল্পের জন্য রক্ষা পেলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা উমর খালিদ৷ সোমবার সংসদের সামনে কনস্টিটিউশন 'খওপ সে আজাদি' শীর্ষক একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন জেএনইউ-এর ছাত্রনেতা উমর খলিদ৷ সেখানেই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক দুষ্কৃতী৷
এ দিন অনুষ্ঠানটি ছিল 'ইউনাইটেড এগেনস্ট হেট' নামে একটি সংগঠনের উদ্যোগে৷ খালিদের এক বন্ধু জানান, কন্সটিটিউশন ক্লাবের সামনে তাঁরা চা খাচ্ছিলেন। তখন সাদা শার্ট পরা এক যুবক এসে ধাক্কা দিয়ে অন্যদের সরিয়ে খালিদকে লক্ষ্য করে গুলি চালায়। ভারসাম্য হারিয়ে পড়ে যায় খালিদ। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় গুলি৷ বাকিরা ওই যুবককে ধরার চেষ্টা করতে গেলে আকাশে গুলি ছুড়তে ছুড়তে পালায় আততায়ী। হাত ফসকে পড়ে যায় পিস্তলটি৷
ঘটনার পর খালিদ বলেন, 'দেশজোড়া এক সন্ত্রাসের পরিবেশ কায়েম হয়েছে। যাঁরাই সরকারের বিরুদ্ধে বলছেন তাঁদের ভয় দেখানো হচ্ছে।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: JNU, Umar khalid