#জম্মু: প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অনুপস্থিতি সরকারি কর্মচারীদের জন্য বড় বিপদ ডেকে আনতে চলেছে ৷ ২৬ জানুয়ারি আয়োজিত সরকারি অনুষ্ঠানে যোগ না দিলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিল জম্মু ও কাশ্মীর সরকার ৷
প্রজাতন্ত্র দিবসের দিন সরকারি অনুষ্ঠানের উপস্থিতিতে কড়া নজর রাখতে জম্মু ও কাশ্মীর প্রশাসন ৷ সব সরকারি কর্মচারীদের ২৬ জানুয়ারিতে সরকার আয়োজিত জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি ও অনুষ্ঠানে হাজির থাকার নির্দেশ জারি করল জম্মু সরকার ৷
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কোনও সরকারি কর্মচারী অনুপস্থিত থাকলে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ ও সরকারি নির্দেশের অবমাননার দায়ে কড়া ব্যবস্থা নেবে সরকার ৷ জম্মু ও কাশ্মীরের অতিরিক্ত সচিব সুভাষ চিবে একটি সার্কুলার জারি করে এই কথা জানিয়েছেন ৷ এই সার্কুলারে রাজ্যের সমস্ত সরকারি বিভাগের শীর্ষ পদস্থ আধিকারিকদের নিজের অধঃস্তন কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে ৷
রাজ্যের শীতকালীন রাজধানী হিসেবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান হয় জম্মুতে ৷ জম্মুর মৌলানা আজাদ স্টেডিয়ামে আগামী ২৬ জানুয়ারি রাজ্যপাল এনএন ভোরা অভিবাদন গ্রহণ করবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Government Employee, Indian National Flag, Jammu And Kashmir, Republic Day, Republic Day Celebration