corona virus btn
corona virus btn
Loading

অরুণ জেটলির অবস্থা আরও সঙ্কটজনক !

অরুণ জেটলির অবস্থা আরও সঙ্কটজনক !

দিল্লির এইমসে ভর্তি রয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী ৷ লাইফ সাপোর্টে রাখা হয়েছে জেটলিকে ৷

  • Share this:

#নয়াদিল্লি:  আরও সঙ্কটজনক অবস্থা অরুণ জেটলির ৷  দিল্লির এইমসে ভর্তি রয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী ৷ লাইফ সাপোর্টে রাখা হয়েছে জেটলিকে ৷ শ্বাসকষ্ট-সহ একাধিক সমস্যা রয়েছে তাঁর ৷ প্রাক্তন অর্থমন্ত্রীকে রবিবার দেখতে যান অমিত শাহ। একে একে হাসপাতালে গিয়ে তাঁকে দেখে এসেছেন রাজনাথ সিং, স্মৃতি ইরানি, জিতেন্দ্র সিংয়ের মতো বিজেপি-র হেভিওয়েট মন্ত্রীরা ৷ অরুণ জেটলিকে দেখতে এইমসে যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং বিজেপি সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরও ৷

এইসমস-এর তরফে জানানো হয়েছে রবিবার ফুসফুস নিজের স্বাভাবিক গতিতে কাজ না করায় তাঁকে বর্তমানে Extracorporeal membrane oxygenation (ECMO)-তে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরেই অসুস্থ অরুণ জেটলি। তাঁর কিডনি প্রতিস্থাপনও হয়েছিল। রবিবার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁকে ইসিএমও-তে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

First published: August 19, 2019, 10:52 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर