ঝাড়খন্ডে মাওবাদীদের ল্যান্ডমাইন বিস্ফোরণে শহিদ ৬ জওয়ান, আহত ৫

Picture For Representation

Picture For Representation

  • Last Updated :
  • Share this:

    #রাঁচি: ফের মাওবাদী হামলা ঝাড়খন্ডে। মাওবাদীদের পাতা ল্যান্ডমাইন বিস্ফোরণে গাড়োয়া জেলায় শহিদ ঝাড়খন্ড জাগুয়ার বাহিনীর ৬ জওয়ান । জখম কমপক্ষে ৫ জন।

    রাজ্য পুলিশের ডিআইজি বিপুল শুক্ল জানান, গোপন সূত্রে লাতেহার ও গাড়োয়া জেলায় মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযানে নামে মাওবাদী দমন শাখা জাগুয়ার বাহিনী। তাদের গন্তব্য ছিল গাড়োয়ার চিঞ্জো এলাকা।

    আরও পড়ুন

    ‘দেশের সংবিধানকে কোনওদিনই গুরুত্ব দেয়নি’, জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী

    তল্লাশি অভিযান শুরু হতেই মাওবাদীরা আইইডি বিস্ফোরণ ঘটায় এবং গুলি চালাতে শুরু করে। মুখোমুখি সংঘর্ষে ও বিস্ফোরণে মৃত্যু হয় ছয় জওয়ানের। গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তারক্ষীরা।

    First published:

    Tags: Jharkhand, Landmine Blast, Maoist, Maoist landmine blast, Six Jaguar Force jawans killed