corona virus btn
corona virus btn
Loading

বাংলার বাঘ এখন ঘাটশিলাতেই, বাঘের উপস্থিতি মানল ঝাড়খণ্ড প্রশাসন

বাংলার বাঘ এখন ঘাটশিলাতেই, বাঘের উপস্থিতি মানল ঝাড়খণ্ড প্রশাসন
representative image

ঝাড়খণ্ড প্রশাসনের দাবি, খুব সম্ভবত সিমলিপালের জঙ্গলের দিকে যাচ্ছে বাঘ

  • Share this:

#ঝাড়খণ্ড: বাংলার বাঘ এখন ঘাটশিলাতেই। ঝাড়গ্রাম থেকে এখন ঝাড়খণ্ড দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। তবে এতদিনেও বাঘমামার টিকিরও দেখা নেই। বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। ঝাড়খণ্ড ফুলঝোড় সহ বেশ কিছু গ্রাম ভয়ে কাঁটা। ঝাড়খণ্ড প্রশাসনের দাবি, খুব সম্ভবত সিমলিপালের জঙ্গলের দিকে যাচ্ছে বাঘ।

বাংলার বাঘ এখন ঘাটশিলাতেই, বাঘের উপস্থিতি মানল ঝাড়খণ্ড প্রশাসন। গ্রামবাসীদের সতর্ক করতে চলছে মাইকিং। ঝাড়গ্রামের জঙ্গলে কয়েক দিন কাটিয়ে ঝাড়খণ্ডের দিকে এগিয়েছিল বাংলার বাঘ। এবার সেই বাঘকে নিয়ে ভয়ে কাঁটা পূর্ব সিংভূমের সীমানা ঘেঁষা গ্রামগুলো। চলতি সপ্তাহেই ফুলঝোড়ায় গবাদি পশুর ওপর হামলা করে বাঘ। বৃহস্পতিবারও বাঘের হামলা হয়েছে।

বাঘ কোথায় কখন হানা দেবে, কেউ জানে না। গ্রামবাসীদের সতর্ক করতে মাইকিং করছে জেলা প্রশাসন। ৪-৫ দিন আগেই বাঘ ঝাড়খণ্ডে ঢুকেছে বলে মেনে নিচ্ছে ঝাড়খণ্ড প্রশাসন।

First published: January 17, 2020, 9:51 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर