#বোকারো: শুনলে হয়তো অবাক হবেন যে ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী জগরনাথ মাহাতো নিজে ক্লাস টেন পাশ ! হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা এত কম থাকা সত্ত্বেও তিনি সে রাজ্যের শিক্ষামন্ত্রী ৷ তবে লেখাপড়া করার যে কোনও নির্দিষ্ট বয়স নেই ৷ সেটা আরও একবার প্রমাণ করলেন তিনি ৷ ভর্তি হলেন নিজের বিধানসভা দুমরির অন্তর্গত একটি সরকারি ইন্টার-কলেজে ৷ ভর্তি হয়েই জগরনাথের মন্তব্য, শিক্ষার জন্য কোনও নির্দিষ্ট বয়স নেই ৷
দশম শ্রেণী পর্যন্ত পড়ার পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি ৷ এখন তাই বাকি পড়াশোনাটুকু সেরে ফেলতে চান জগরনাথ ৷ ভর্তি হয়েছেন বোকারো জেলার নবডিহর দেবী মাহতো স্মারক ইন্টার কলেজে ৷ কেন তিনি নতুন করে আবার পড়াশোনা চালু করলেন ? এই প্রশ্নের উত্তরে জগরনাথ জানান, ‘‘ আমি যেদিন শিক্ষামন্ত্রীর পদে শপথ নিই ৷ অনেকেই তখন বলেছিলেন, একজন ক্লাস ১০ পাশ মানুষ আর রাজ্যের শিক্ষার অগ্রগতি নিয়ে কী কাজ করবেন ৷ সেই সমস্ত মানুষদেরকেই এটা আমার জবাব ৷ আমি আমার লেখাপড়া এবার অবশ্যই শেষ করব ৷ মানুষের সেবা, চাষাবাদের পাশাপাশি আমি নিয়মিত ক্লাসও করব ৷ লেখাপড়া শেখার জন্য কোনও বয়স হয় না ৷ আমি বাকিদেরও এভাবে পড়াশোনা আবার নতুন করে শুরু করতে এবং তা চালিয়ে যেতে উদ্বুদ্ধ করব ৷ ’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jharkhand