• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ক্লাস ইলেভেনে ভর্তি হয়ে চমক ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রীর! বললেন শিক্ষার কোনও বয়স নেই

ক্লাস ইলেভেনে ভর্তি হয়ে চমক ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রীর! বললেন শিক্ষার কোনও বয়স নেই

দশম শ্রেণী পর্যন্ত পড়ার পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি ৷ এখন তাই বাকি পড়াশোনাটুকু সেরে ফেলতে চান জগরনাথ

দশম শ্রেণী পর্যন্ত পড়ার পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি ৷ এখন তাই বাকি পড়াশোনাটুকু সেরে ফেলতে চান জগরনাথ

দশম শ্রেণী পর্যন্ত পড়ার পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি ৷ এখন তাই বাকি পড়াশোনাটুকু সেরে ফেলতে চান জগরনাথ

 • Share this:

  #বোকারো: শুনলে হয়তো অবাক হবেন যে ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী জগরনাথ মাহাতো নিজে ক্লাস টেন পাশ ! হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা এত কম থাকা সত্ত্বেও তিনি সে রাজ্যের শিক্ষামন্ত্রী ৷ তবে লেখাপড়া করার যে কোনও  নির্দিষ্ট বয়স নেই ৷ সেটা আরও একবার প্রমাণ করলেন তিনি ৷ ভর্তি হলেন নিজের বিধানসভা দুমরির অন্তর্গত একটি সরকারি ইন্টার-কলেজে ৷ ভর্তি হয়েই জগরনাথের মন্তব্য, শিক্ষার জন্য কোনও নির্দিষ্ট বয়স নেই ৷

  দশম শ্রেণী পর্যন্ত পড়ার পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি ৷ এখন তাই বাকি পড়াশোনাটুকু সেরে ফেলতে চান জগরনাথ ৷ ভর্তি হয়েছেন বোকারো জেলার নবডিহর দেবী মাহতো স্মারক ইন্টার কলেজে ৷ কেন তিনি নতুন করে আবার পড়াশোনা চালু করলেন ? এই প্রশ্নের উত্তরে জগরনাথ জানান, ‘‘ আমি যেদিন শিক্ষামন্ত্রীর পদে শপথ নিই ৷ অনেকেই তখন বলেছিলেন, একজন ক্লাস ১০ পাশ মানুষ আর রাজ্যের শিক্ষার অগ্রগতি নিয়ে কী কাজ করবেন ৷ সেই সমস্ত মানুষদেরকেই এটা আমার জবাব ৷ আমি আমার লেখাপড়া এবার অবশ্যই শেষ করব ৷ মানুষের সেবা, চাষাবাদের পাশাপাশি আমি নিয়মিত ক্লাসও করব  ৷ লেখাপড়া শেখার জন্য কোনও বয়স হয় না ৷ আমি বাকিদেরও এভাবে পড়াশোনা আবার নতুন করে শুরু করতে এবং তা চালিয়ে যেতে উদ্বুদ্ধ করব ৷ ’’

  Published by:Siddhartha Sarkar
  First published: