corona virus btn
corona virus btn
Loading

খিদেয় জ্বালায় ছটফট করছে ৪ মাসের শিশু, মায়ের আকুতিতে বাড়ি থেকে ট্রেনে দুধ পৌঁছলেন মহিলা এসআই

খিদেয় জ্বালায় ছটফট করছে ৪ মাসের শিশু, মায়ের আকুতিতে বাড়ি থেকে ট্রেনে দুধ পৌঁছলেন মহিলা এসআই

বেঙ্গালুরু থেকে গোরক্ষপুরগামী শ্রমিক স্পেশ্যাল ট্রেনে ছিলেন মেহেরুন্নেসা বেগম । মাতৃদুগ্ধ কম হওয়ায় দীর্ঘ যাত্রায় চার মাসের শিশুটি প্রায় অভুক্ত ছিল ।

  • Share this:

#হাতিয়া: খিদের জ্বালায় সমানে কেঁদে চলেছে কোলের শিশু । কোনও মতেই তাঁকে থামাতে পারছেন না মা । শেষমেশ ট্রেন যখন ঝাড়খণ্ডের হাতিয়ায় পৌঁছয় অসহায় মা তখন স্টেশনের পুলিশ আধিকারিকদের কাছে সন্তানের জন্য দুধ এনে দেওয়ার অনুরোধ জানান । কালবিলম্ব না করে স্টেশনে কর্তব্যরত এসআই বাড়ি গিয়ে দুধ নিয়ে আসেন একরত্তির জন্য ।

বেঙ্গালুরু থেকে গোরক্ষপুরগামী শ্রমিক স্পেশ্যাল ট্রেনে ছিলেন মেহেরুন্নেসা বেগম ।  মাতৃদুগ্ধ কম হওয়ায় দীর্ঘ যাত্রায় চার মাসের শিশুটি প্রায় অভুক্ত ছিল । খিদেয়  জ্বালায় কাঁদতে কাঁদতে ঝিমিয়ে পড়েছিল সে । এরপর বুধবার সকালে ট্রেন হাতিয়া স্টেশনে ঢোকার পর মেহেরুন্নেসা মহিলা এসআই দেখে তাঁকে সমস্যার কথা জানান । এক মুহূর্ত সময় নষ্ট না করেই মহিলা এসআই সুশীলা বরাইক স্টেশন লাগোয়া নিজের আবাসনে রাখা দুধ দৌড়ে নিয়ে আসেন । তুলে দেন কাতর মায়ের হাতে ।

মঙ্গলবার এই ঘটনা চাউর হতেই ভিডিও ফুটেজ সংগ্রহ করেন ঝাড়খণ্ড পুলিশের কর্তারা । কিছুদিন আগে কর্ণাটকের বেলগাম থেকে ইউপির গোরক্ষপুরগামী এক শ্রমিক ট্রেনে অভুক্ত তিন মাসের শিশুকন্যাকে দৌড়ে দুধ পৌঁছে দিয়ে সুনাম কুড়িয়ে ছিলেন আরপিএফ জওয়ান ইন্দর সিং । রেলমন্ত্রীর তারিফ থেকে জিএমের অর্থ পুরস্কার পেয়েছিলেন তিনি ।

এসআই সুশীলা বরাইক জানিয়েছেন, “ট্রেন থেকে কিছু যাত্রী নেমে যাওয়ার পর ওই মহিলা সমস্যার কথা জানান । সময় খুব কম ছিল । তাই স্টেশন লাগোয়া আমার আবাসনে যাই । বাড়িতে থাকা দুধ গরম করে জলের বোতলে ভরে নিয়ে এসে মায়ের হাতে তুলে দিয়েছি ।”

Published by: Shubhagata Dey
First published: June 18, 2020, 6:29 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर