#রাঁচি: তাঁর বিধানসভা কেন্দ্রে তিনি এমন রাস্তা বানাবেন, যা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) গালের থেকেও মসৃণ হবে৷ এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন ঝাড়খণ্ডের জামতারার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারি (Congress MLA Irfan Ansari)৷
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সামাজিক মাধ্যমে নিজের একটি বক্তব্যের ভিডিও পোস্ট করেন ইরফান আনসারি৷ সেই ভিডিও-তে তাঁকে বলতে শোনা যায়, 'খুব শিগগিরই জামতারায় বিশ্বমানের ১৪টি রাস্তা তৈরির কাজ শুরু হবে৷ আমি আপনাদের আশ্বস্ত করছি, এই রাস্তাগুলি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের গালের থেকেও মসৃণ হবে৷'
আরও পড়ুন: করোনা টিকার চমত্কার! চার বছর ধরে হাত-পা অসাড়, সেই ব্যক্তি এখন দিব্যি হাঁটছেন
এই নিয়ে গত এক সপ্তাহে দ্বিতীয় বার বিতর্কে জড়ালেন ইরফান আনসারি৷ গত সপ্তাহের শুরুতেই তিনি দাবি করেছিলেন, একটানা বেশিক্ষণ কারও মাস্ক পরে থাকা উচিত নয়৷ কারণ তা নাকি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক৷
#WATCH | Jharkhand: I assure you that roads of Jamtara "will be smoother than cheeks of film actress Kangana Ranaut"; construction of 14 world-class roads will begin soon..: Dr Irfan Ansari, Congress MLA, Jamtara (Source: Self-made video dated January 14) pic.twitter.com/MRpMYF5inW
— ANI (@ANI) January 15, 2022
তিনি নিজে একজন এমবিবিএস চিকিৎসক বলে দাবি করে আনসারি বলেন, একটানা মাস্ক পরে থাকলে শরীরের ভিতরে কার্বন ডাই অক্সাইড বেশি মাত্রায় ঢুকে যায়৷
আরও পড়ুন: স্যানিটারি ন্যাপকিনে না! 'মেন্সট্রুয়াল কাপ' নিয়েই ‘মডেল ভিলেজ' হতে চলেছে দেশের 'এই' গ্রাম...
তবে অভিনেত্রীদের গালের সঙ্গে রাস্তার তুলনা টানা রাজনীতিকদের পুরনো অভ্যেস৷ ২০০৫ সালে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব বিহারের রাস্তাগুলি হেমা মালিনীর গালের মতো করার প্রতিশ্রুতি গিয়ে একই রকম বিতর্কে জড়িয়েছিলেন৷
২০২১ সালের নভেম্বর মাসেও দায়িত্ব নেওয়ার পরই রাজস্থানের মন্ত্রী রাজেন্দ্র সিং গুধা রাজ্যের রাস্তাগুলির সঙ্গে ক্যাটরিনা কাইফের গালের তুলনা টেনে বিতর্কিত মন্তব্য করেন৷ গত মাসে মহারাষ্ট্রের মন্ত্রী এবং শিবসেনা নেতা গুলাবরাও পাটিল তাঁর কেন্দ্রের রাস্তাগুলিকে হেমা মালিনীর গালের মতো হবে৷ এই মন্তব্যের জন্য রাজ্য মহিলা কমিশনের কাছে ক্ষমা চাইতে হয় মহারাষ্ট্রের ওই মন্ত্রীকে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Congress, Kangana Ranaut