Home /News /national /
ঝাড়খণ্ডের লালমাটিয়ায় খনিতে ধস, মৃত ৭

ঝাড়খণ্ডের লালমাটিয়ায় খনিতে ধস, মৃত ৭

Photo: ANI

Photo: ANI

ঝাড়খন্ডের গোড্ডা এলাকার লালমাটিয়ার খনিতে ধস ৷ এই দুর্ঘটনায় ২২ জন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ৷ বৃহস্পতিবার

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #গোড্ডা: ঝাড়খন্ডের গোড্ডা এলাকার লালমাটিয়ার খনিতে ধস ৷ এই দুর্ঘটনায় ২২ জন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ৷ বৃহস্পতিবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে ঝাড়খন্ডের এই কোলিয়ারিতে ৷ এখনও পর্যন্ত ১জন মাত্র শ্রমিককে খনি থেকে জীবিত উদ্ধার করা গিয়েছে ৷

  বৃহস্পতিবার মধ্যরাতে ঝাড়খন্ডের লালমাটিয়ায় হঠাৎ ধস নামে লালমাটিয়ার ইসিএল-এর রাজমহল খোলা কয়লা খনিতে ৷ ধসের ফলে প্রায় ২০০ মিটার নিচে পড়ে যান শ্রমিক ৷ ধসে ভেঙে যায় বিদ্যুতের খুঁটিও ৷ এই প্রাইভেট কোম্পানির হয়ে কয়লা উত্তোলনের কাজ চলছিল এই কয়লা খাদানে ৷ আসনসোল থেকে উদ্ধারকারী দল পৌঁছয় দূঘর্টনাস্থলে ৷ ধসের ফলে আটকে রয়েছে বেশ কয়েকটা গাড়িও ৷ জানা গগিয়েছে ১২টা গাড়ি ও ৫টা বাস ধসের নিচে ফেঁসে রয়েছে ৷

  খবর অনুযায়ী, বৃহস্পতিবার রাতে উদ্ধার কাজ শুরু করা যায়নি ৷ ধসে বিদ্যুৎ খুঁটি ভেঙে যাওয়ায় অন্ধকারে উদ্ধারকাজ করা সম্ভব হয়নি ৷ তার ওপর ঘন কুয়াশা ৷

  তবে শুক্রবার সকাল থেকে তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ শুরু হয়েছে ৷ গতকাল রাতে ঘটনাস্থলে পৌঁছে ছিলেন বিধায়ক নালা মারান্ডি ৷ আপাতত, পাওয়া খবর অনুযায়ী, ধসের নিচে ৬০ থেকে ৭০ জন ফেঁসে থাকার সম্ভাবনা৷ চলছে উদ্ধার কার্য ৷ ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী রঘুবীর দাস, যত দ্রুত সম্ভব উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন  এবং আহতদের দ্রুত চিকিৎসার কথাও জানিয়েছেন ৷

  First published:

  Tags: Accident, Coal mines, ETV News Bangla, Jharkhand

  পরবর্তী খবর