#নয়াদিল্লি: চিনের আগ্রাসনকে নজরে রেখে বুধবারই ইন্দো-প্যাসিফিক রিজিয়নে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে বৈঠক করেছে ভারত, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার বিদেশ সচিবরা৷ আজ অর্থাত্ বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ আলোচনার বিষয় ছিল সেই ইন্দো-প্যাসিফিক রিজিয়ন৷
মূলত ওই অঞ্চলে শান্তি বজায় রাখতে ভারত ও জাপান কী ধরনের পদক্ষেপ করেছে, তা কতদূর ফলপ্রসু হয়েছে, এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হয়৷ ভরত ও জাপানের সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বাড়ানোতেও জোর দেওয়া হয়েছে দুই রাষ্ট্রনেতার আলোচনায়৷
আধ ঘণ্টার ওই ফোন কলে শিনজো আবে নিজের স্বাস্থ্যের বিষয়ে ও প্রধানমন্ত্রী পদে ইস্তফা প্রকাশের ইচ্ছে নিয়েও কথা বলেন মোদির সঙ্গে৷ জাপানের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শিনজো আবে কয়েকদিন আগেই স্বাস্থ্যের কারণে ইস্তফার ইচ্ছে প্রকাশ করেছিলেন৷ জাপানের বিদেশমন্ত্রক জানিয়েছে, জাপানের নেতৃত্বে পরিবর্তন ঘটলেও ভারত-জাপান সম্পর্কে তার কোনও প্রভাব পড়বে না৷
ইন্দো-প্যাসিফিক রিজিয়ন ছাড়াও ভারত ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও জল প্রতিরক্ষার পারস্পরিক সহযোগিতার চুক্তি রয়েছে৷ জাপানের বিদেশমন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, 'দুই প্রধানমন্ত্রীই একে অপরকে নিশ্চিত করেছে, ভারত ও জাপানের প্রাথমিক নীতি অপরিবর্তিত থাকবে৷ অর্থনীতি, সুরক্ষা, হাই-স্পিড রেল প্রকল্পে দু দেশ একসঙ্গে যে কাজগুলি করছে, তা চলবে৷'
প্রতিদিনই সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে৷ চিনের সঙ্গে সম্পর্ক তলানিতে৷ এ হেন পরিস্থিতিতে বুধবার প্রথম ইন্দো-প্যাসিফিক রিজিয়নে পারস্পরিক সহযোগিতা বাড়াতে বৈঠক করেছে ভারত, ফ্রান্স ও অস্ট্রেলিয়া৷ এই রিজিয়নেই চিন তাদের সেনা গতিবিধি বাড়িয়ে দিয়েছে পুরোদমে৷
কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক বিবৃতিতে জানায়, 'মূলত ইন্দো-প্যাসিফিক রিজিয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিই বৈঠকের বিষয় ছিল৷ এই অঞ্চলে শান্তি বজায় রাখতে তিনটি দেশ একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি নিয়েছে৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India-Japan relation