Home /News /national /
ডোকলম ইস্যুতে ভারতকে সমর্থন জাপানের

ডোকলম ইস্যুতে ভারতকে সমর্থন জাপানের

ডোকলম ইস্যু নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার ভারতকে সমর্থন জানাল জাপান ৷

 • Share this:

  #নয়াদিল্লি: ডোকলম ইস্যু নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার ভারতকে সমর্থন জানাল জাপান ৷ ভারত চিন অচলাবস্থা নিয়ে জাপান প্রশাসনের কাছে জানতে চাওয়া হলে ভারতে জাপানের দূত কেনজি হীরামাৎসুক বৃহস্পতিবার জানিয়েছেন,

  আমরা জানি যে প্রায় দু’মাস ধরে ডোকলম নিয়ে দুই দেশের মধ্যে সমস্যা চলছে ৷ কিন্তু দিনের পর দিন এইভাবে চলতে থাকলে তা পুরো এলাকার স্থিতাবস্থার ওপরই প্রভাব ফেলবে ৷ আপাতত পুরো বিষয়টির উপর কড়া নজর রাখা হচ্ছে

  সমুদ্রপথে চিনের আগ্রাসন নীতি নিয়ে জাপানের তরফে জানানো হয় যে প্রত্যেক দেশেরউ উচিৎ নিজেদের মধ্যে হওয়া চুক্তিকে সম্মান করা। জোর করে কোনও পরিবর্তন আনার চেষ্টা ঠিক নয় ৷ সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে যে যদি কোনও বিতর্কিত জায়গায় নিয়ে সমস্যা থেকে থাকে তাহলে সব পক্ষের একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়া উচিৎ ৷

  জাপানের রাষ্ট্রদূত জানিয়েছে যে এটা সবাই জানে যে ডোকলম নিয়ে চিন ও ভূটানের মধ্যে দীর্ঘদিনের সমস্যা চলছে ৷ অন্যদিকে ভূটানের সঙ্গে ভারতের চুক্তি থাকার কারণেই ভারত তাদের সেনা মোতায়ন করেছে ওই এলাকায় ৷

  আরও পড়ুন

  এবার পেট্রোল পাম্প থেকে মিলবে ওষুধের মত জরুরি সামগ্রী

  অন্যদিকে চিনের তরফে দাবি করা হয়েছে যে ভূটান কূটনৈতিক মাধ্যমে জানিয়ে দিয়েছে যে ডোকলম তাদের এলাকার মধ্যে পড়ে না ৷

  অন্যদিকে অবশ্য ভারতের সঙ্গে সমঝোতার সমস্ত খবর উড়িয়ে দিয়েছে চিন ৷ তারা জানিয়েছে, ভারত তাদের সেনা প্রত্যাহার না করা পর্যন্ত কোনও আলোচনা সম্ভব নয় ৷

  ডোকলম নিয়ে দু’দেশের মধ্যে গত কয়েকদিন ধরে অচলাবস্থা চলছে ৷ বেশকয়েকদিন ধরেই ভারত ও চিনের মধ্যে টানাপোড়েন অব্যাহত ৷ ভারত, ভুটান ও চিনের মধ্যবর্তী সীমান্তে ডোকা লা এলাকায় ঢুকে পড়েছে চিনা আর্মি ৷ জানা গিয়েছে, সেখানে রাস্তার তৈরির কাজও শুরু করে দিয়েছে চিন ৷ সেই কাজে দিল্লি ও থিম্পু বাধা দিতেই সমস্যার সূত্রপাত ৷ এরপর থেকেই দু’দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়তে ছেকেছে ৷ দুই দেশের তরফেই ওই এলাকায় উল্লেখযোগ্যভাবে সেনা মোতায়ন বাড়িয়েছে ৷

  First published:

  Tags: Bengali News, Doklam stand-off, India China, Japan backs India

  পরবর্তী খবর