#শ্রীনগর : জম্মু-কাশ্মীর সোপোর -এ কেন্দ্রীয় রিজার্ভ পুলিস ফোর্সের ওপর (CRPF) -র উপর জঙ্গি হামলা হয় ৷ এই হামলায় সিআরপিএফ ১৭৯- ব্যাটেলিয়ানের হেড কনস্টেবল শহিদ হন৷ জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াইতে সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়েছে৷ এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখা যাচ্ছে একজন বয়স্ক নাগরিক গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে রয়েছেন ৷ তাঁর সঙ্গে থাকা শিশুটি পরিত্রাহি কান্নাকাটি করছে ৷ এই অবস্থায় গুলির লড়াইয়ের মধ্যেই প্রাণ বাজি রেখে এক জওয়ান ওই শিশুটিকে রাস্তা থেকে উদ্ধার করে ৷
সিআরপিএফের গাড়িতে করে শিশুটিকে উদ্ধার করে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয় ৷ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী শিশুটির বয়স ৩ বছরের কাছাকাছি ,সে সকালবেলায় নিজের দাদুর সঙ্গে হাঁটতে বেরিয়েছিল৷ এরমধ্যেই হঠাৎ করে গোলাগুলি চলতে শুরু করে৷ গুলি লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির দাদুর ৷ সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল কী ভাবে তাকে উদ্ধার করে সিআরপিএফ ৷
একটি ছবি এমন সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে দাদুর রক্তাপ্লুত শরীরের ওপর বসে শিশুটি কাঁদছে ৷ গুলির আওয়াজে শিশুটি অসম্ভব ভয় পেয়েছিল ৷ শিশুটিকে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করে জওয়ানরা ৷ তারপর তাঁকে তুলে গাড়িতে নিয়ে যায় ৷ সেখানেও তার কান্না থামছিল না ৷
সংবাদ সংস্থার খবর অনুযায়ী, বুধবার সকালে সিআরপিএফ জওয়ানদের একটি দল যখন পেট্রোলিং চালাচ্ছিল তখনই তাঁদের ওপর হঠাৎ করেই হামলা হয় ৷ ভারতীয় জওয়ানরাও তখন পাল্টা জবাব দিতে শুরু করেন ৷ এই ঘটনায় তিনজন সিআরপিএফ জওয়ান ও একজন সাধারণ নাগরিকের মৃত্যু হয় ৷
লাগাতার কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসের আবহ বানিয়ে রেখেছে আতঙ্কবাদী সংগঠনগুলি ৷ গত ২০ দিনে ৩৬ জন জঙ্গির মৃত্যু হয়েছ ৷ এ দিকে এই বছর মোট ১১০ জন জঙ্গি মারা গিয়েছে৷ জম্মু-কাশ্মীর পুলিশের মহানির্দেশক দিলবাগ সিং জানিয়েছেন এই জঙ্গিরা লস্কর , জইশ ও হিজবুল মুজাহিদিনের ৷ তারা লাগাতার নির্দোষ সাধারণ মানুষকে নিজেদের নিশানা বানাচ্ছেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CRPF, Encounter, Sopore, Terrorist Attack