#জম্মু: শুক্রবার ফের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান ৷ এদিন সকালে জম্মু-কাশ্মীরের হীরানগর সেক্টরে কোনও প্ররোচনা ছাড়াই নিয়ন্ত্রণরেখার ওপার থেকে গুলি বর্ষণ শুরু করে পাক সেনারা ৷ ঘটনায় এক বিএসএফ জওয়ানের আহত হওয়ার খবর মিলেছে ৷ পাক সেনার গুলির জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় জওয়ানরা ৷ গুলিতে এক পাক রেঞ্জারের মৃত্যু হয়েছে বলে খবর ৷
এর আগে বৃহস্পতিবার জম্মুর পুঞ্চ জেলায় বিনা প্ররোচনায় গুলি বর্ষণ শুরু করে পাকিস্তানি সেনারা ৷ প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র মণীশ মেহতা জানিয়েছেন, ‘ভীম্বার ঘালি আন্তজার্তিক সীমান্তে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে মোটার ও গুলি বর্ষণ শুরু করে পাকিস্তান ৷’
সূত্রের খবর, ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে মোটার ও গুলি বর্ষণ শুরু করে পাক সেনারা ৷ জবাবে ভারতীয় সেনাও গুলি চালায় ৷ শুরু হয় গুলির লড়াই ৷ ভোর ৩.৩০ পর্যন্ত দু’পক্ষের মধ্যে চলে গুলি লড়াই ৷ ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷
ভারতের সার্জিক্যাল স্ট্রাইক উড়িয়ে দিলেও যুদ্ধের হুঙ্কার জারি রেখেছে পাকিস্তান। ভারতীয় সেনার সেই অপারেশনের পর থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর কোনও প্ররোচনা ছাড়াই ২৫ বারেরও বেশি যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷ এর আগে বুধবার রাজৌরির তারকুণ্ডি এলাকায় গুলি চালায় পাক সেনারা ৷ সোমবার রাজৌরি জেলার নওসেরায় মর্টার ও গুলিবর্ষণ করে পাক সেনা ৷
এর আগে চলতি মাসের ৪ তারিখই নওসেরা সেক্টরে গুলি বর্ষণ করে পাক সেনা ৷ পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীও। যদিও, কেউ হতাহত হয়নি। মনে করা হচ্ছে, সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিতেই জঙ্গি অনুপ্রবেশ ঘটাতে চাইছে পাকিস্তান। তাই সংঘর্ষ বিরতি ভেঙে বারবার এমন হামলা চালানো হচ্ছে। এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে।
গত মাসের ২৮ তারিখ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে সার্জিক্যাল অ্যাটাক চালায় ভারত ৷ গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি, লঞ্চ প্যাড ৷ ভারতীয় সেনার হাতে নিকেশ বহু জঙ্গি ৷ এরপর থেকেই সীমান্তের ওপার থেকে হামলার ঘটনা বেড়েই চলেছে।
পাক জঙ্গিদের সাম্প্রতিক গতিবিধিতে রুখতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণরেখায়।