Home /News /national /
আজ সকালে কিডনি ট্রান্সপ্লান্টেশনের পর সুস্থ আছেন অরুন জেটলি

আজ সকালে কিডনি ট্রান্সপ্লান্টেশনের পর সুস্থ আছেন অরুন জেটলি

Arun Jaitley

Arun Jaitley

আজ সকালে কিডনি ট্রান্সপ্লান্ট হয় অরুন জেটলির! এখন সুস্থ আছেন

 • Share this:

  #নয়া দিল্লি: আজ সকালে 'অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স' (AIIMS)-এ কিডনি ট্রান্সপ্লান্ট হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির। AIIMS- এর তরফে জানানো হয়েছে, ডোনার ও রেসিপিয়েন্ট--দু'জনের শারীরিক অবস্থাই এখন স্থিতিশীল। দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

  শনিবার জেটলিকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল ৮টায় নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। গত একমাস যাবৎ তাঁর ডায়ালিসিস চলছিল। বিস্বস্ত সূত্রের খবর, ট্রান্সপ্লান্ট টিম-এ ছিলেন অ্যাপোলো হসপিটালের ডঃ সন্দীপ গুলেরিয়া-ও। তিনি AIIMS-এর ডিরেক্টার রণদীপ গুলেরিয়ার পারিবারিক বন্ধু।

  আরও পড়ুন-প্রাকৃতিক দুর্যোগের কবলে বিজেপি সাংসদ হেমা মালিনী, অল্পের জন্য প্রাণে বাঁচলেন

  সামনের সপ্তাহে দশম 'ইন্ডিয়া-ইউকে ইকোনমিক অ্যান্ড ফিনানশিয়াল ডায়ালগ'-এ অংশগ্রহণ করার কথা ছিল জেটলির। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে, তাঁর যাওয়া সম্ভব হবে না। ৬ এপ্রিল ট্যুইটারে নিজের অসুস্থতার কথা জানান মন্ত্রী।

  বহুদিন জাবৎ ডায়াবিটিসে ভু্গছিলেন অরুণ জেটলি। মারাত্মক হারে ওজনও বেড়ে যায়। সেই কারণেই,২০১৪-র সেপ্টেম্বরে ব্যারিয়াট্রিক সার্জারি হয় তাঁর। 'ম্যাক্স হসপিটাল'-এ অপারেশন হলেও, জটিলতা দেখা দেওয়ায় স্থানান্তরিত করা হয় AIIMS-এ ।

  আরও পড়ুন-উত্তরপ্রদেশে ব্যপক ঝড়-বৃষ্টি, মৃত বেড়ে ১৮, আহত ২৮

  First published:

  Tags: AIIMS, Arun jetley, Successful kidney transplant

  পরবর্তী খবর