#মুম্বই: নারীদের সমান অধিকার নিয়ে যতই প্রতিবাদ মিছিল করা হোক না কেন, সমাজে আজও কোথাও কোথাও অন্ধকার রয়ে গিয়েছে। সম্প্রতি এমনই একটি ঘটনায় হতবাক হয়েছে অনেকেই। ৩ বছরের একটি শিশুকে অপহরণ, ধর্ষণ এবং খুন করার অভিযোগে পুলিশ গ্রেফতার করে এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের রায়গড় জেলার পেন শহরে। অভিযুক্ত আরও একটি ধর্ষণের মামলায় আলিবাগ কারাগারে ছিল এবং এই ভয়ঙ্কর ঘটনা ঘটানোর মাত্র ১০দিন আগে সে জামিনে ছাড়া পায়।পুলিশের এক কর্তৃপক্ষ কে পি পাওয়ার জানিয়েছেন, মেয়েটি তার পরিবারের সঙ্গে ভাদগাঁওয়ের নিকটবর্তী একটি আদিবাসি অঞ্চলে থাকত। তার বাবা-মা দিন মজুরের কাজ করেন। মঙ্গলবার রাত ১১টা নাগাদ শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে উঠোনে ঘুমোচ্ছিল। তাদের ঝুপড়ির কোনও সঠিক দরজা নেই। পরিস্থিতির সদ্ব্যবহার করে অভিযুক্ত বছর ৩২-এর আদেশ মধুকর পাটিল তাদের বাড়িতে প্রবেশ করে এবং মেয়েটিকে তুলে নিয়ে একটি স্কুলের পিছনে বিচ্ছিন্ন জায়গায় যায়। সেখানেই সে মেয়েটিকে ধর্ষণ করে এবং পরে তাকে হত্যা করে। বুধবার ভোরে মেয়েটির নিথর দেহ স্কুলের পিছন দিক থেকে উদ্ধার কয়া হয়’’।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rape