#শ্রীনগর: জম্মু কাশ্মীরে ফের জঙ্গি হানা। অনন্তনাগে জঙ্গি হামলা। পাল্টা প্রতিরোধ সেনার। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিহত ৩ জঙ্গি। এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী।
অন্যদিকে, ৩ জঙ্গির মৃত্যুর পর বাড়ানো হয়েছে অনন্তনাগ ও আশপাশের এলাকার নিরাপত্তা। বিক্ষোভ ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এলাকার স্কুল কলেজগুলি ছুটি ঘোষণা করা হয়েছে। প্ররোচনা রুখতে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবাও ৷ রবিবার রাতেই অনন্তনাগের হাকুরা অঞ্চলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান শুরু হয়। দীর্ঘক্ষণ জঙ্গিদের সঙ্গে জওয়ানদের গুলির লড়াই চলে। আজ ভোরের আলো ফোটার আগেই ৩ জঙ্গিকে খতম করতে সফল সেনাবাহিনী।