#মুম্বই: সম্প্রতি সুরকার এআর রহমান অস্কার জয়ী সালডগ মিলেনিয়ারের ১০ বছর পূর্তি এক অনুষ্ঠানে গিয়েছিলেন ৷ শুরুত সব ঠিকঠাকই ছিল ৷ তাঁর বড় মেয়ে খাতিজা, তাঁর বাবা এআর রহমান সম্পর্কিত বিষয়ে কথা বলতে গেলে জানা গিয়েছে ৷
The precious ladies of my family Khatija ,Raheema and Sairaa with NitaAmbaniji #freedomtochoose pic.twitter.com/H2DZePYOtA
— A.R.Rahman (@arrahman) February 6, 2019
খাতিজার পোশাক নিয়েই বাবা-মেয়েকে সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হতে হয়েছে ৷ অনেকেই সমালোচনা করে এআররহমান তাঁর মেয়েকে বাধ্য করেছেন বোরক্ষা পড়তে ৷ যখনই বির্তক শুরু হয়েছে ঘরে বাইরে, ঠিক তখনই এআর রহমান তাঁর দুই মেয়ে ও স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে ট্যুইট করেছেন ৷
ছবি তে দেখা গিয়েছে তাঁর স্ত্রী সাইরার মাথায় শুধুই ওড়না দিয়ে ঢাকা রয়েছে, খাতিজার মুখ বোরখা দিয়ে ঢাকা রয়েছে, তবে রাহিমা বোরখা পড়েনি ৷ #FreedomToChoose, অর্থাৎ নির্বাচনের স্বাধীনতা ৷
এই প্রসঙ্গে খাতিজা জানিয়েছেন বোরখা পড়ার সিদ্ধান্ত একমাত্র তারই ৷ তিনি প্রাপ্ত বয়স্ক তাঁর কী করা উচিৎ আর কী নয় ? বিতর্কে রাশ টানতে তিনি এমনটাই বলেছেন ৷ এআর রহমানের তিন সন্তান খাতিজা, রাহিমা ও আমিন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: AR Rahman, Daughter Wearing, Veil, এআর রহমান, বিতর্কের সৃষ্টি, বোরখা