• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • উত্তর প্রদেশের আকাশে ‌অন্য গ্রহের প্রাণী?‌ রহস্যজনক বেলুন ঘিরে চাঞ্চল্য

উত্তর প্রদেশের আকাশে ‌অন্য গ্রহের প্রাণী?‌ রহস্যজনক বেলুন ঘিরে চাঞ্চল্য

আকাশে কি পাখি?‌ নাকি অন্যগ্রহের প্রাণী?‌ নাকি আয়রন ম্যান?‌ এই নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে গ্রেটার নয়ডায়।

আকাশে কি পাখি?‌ নাকি অন্যগ্রহের প্রাণী?‌ নাকি আয়রন ম্যান?‌ এই নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে গ্রেটার নয়ডায়।

আকাশে কি পাখি?‌ নাকি অন্যগ্রহের প্রাণী?‌ নাকি আয়রন ম্যান?‌ এই নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে গ্রেটার নয়ডায়।

 • Share this:

  নয়ডা:‌ প্রথমে স্থানীয় মানুষ ভেবেছিলেন অন্যগ্রহের প্রাণীরা বুঝি হামলা করেছে। তারপর পুলিশে, দমকলে ফোন করেছিলেন তাঁরা। কিন্তু আকাশে অদ্ভুত আকারের এক উড়ন্ত বস্তু দেখে তাঁদের প্রাণ তো খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। শেষে পুলিশ এসে উদ্ধার করল সেই আশ্চর্য বস্তু। যেটি আর কিছুই নয়, একটি বেলুন। আয়রন ম্যানের আদলে তৈরি একটি বেলুন উড়ে বেড়াচ্ছিল আকাশে। আর সেটি দেখেই ভয় পেয়েছেন সাধারণ মানুষ।

  দানকুর এলাকার আকাশে প্রথমে এটি দেখা যায়। তারপর সেটি গিয়ে পড়ে ভট্ট পারসৌল সেতুর কাছে। সেখানেও জড়ো হন উৎসাহী জনতা। কেউ কেউ রটিয়ে দেন, এসব অন্য গ্রহের প্রাণীদের কারবার। ঘটনাস্থলে লোক জমে যাওয়ায় পুলিশ আসে। এসে বেলুনটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, একটি হাওয়া ভর্তি বেলুন আকাশে উড়ে গিয়েছিল। সেটি এসে এই খালের ধারে পড়েছে। জলে, হাওয়ায় এটি মাঝে মাঝে নড়ে উঠছিল, সেটা দেখে ভয় পান সাধারণ মানুষ। পুলিশ মনে করছে, বেলুনের আকৃতি এমন অদ্ভুত হওয়ায় মানুষের মনে আরও বেশি করে ভয় এসে দানা বেঁধেছিল। তবে পুলিশ যেতেই সেসব মিটে গিয়েছে। কেউ একটি আয়রন ম্যানের আদলে তৈরি বেলুন আকাশে ছেড়ে দিয়েছিল।

  Published by:Uddalak Bhattacharya
  First published: