#লাদাখ: বরফের আস্তরণে জমাট বাঁধা দুর্গম লাদাখ৷ যেদিকে চোখ যায় সেদিকেই শুধু সাদা বরফ আর বরফ৷ আর সেখানেই দেশের সুরক্ষায় মোতায়েন রয়েছে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (The Indo-Tibetan Border Police) বা আইটিবিপি৷
লাদাখের ১৭০০০ ফুট উচ্চতায় তাপমাত্রা মাইনাস ২৫ ডিগ্রি৷ আইটিবিপি-র জওয়ানদের কাছে ভারত নিজের মায়ের মতো৷ তাই মায়ের রক্ষায় প্রাকৃতিক প্রতিকূলতা শব্দটা সন্তানদের অভিধানে নেই৷ এদিন গোটা দেশ ৭২তম প্রজাতন্ত্র দিবস পালন (72nd Republic Day) করছে৷
ITBP personnel celebrating #RepublicDay2021 in different areas of Ladakh in sub zero temperatures. #Himveers#RepublicDayIndia #RepublicDay pic.twitter.com/nhLfbkt9aG
— ITBP (@ITBP_official) January 26, 2021
क़दम क़दम बढ़ाए जा...
ITBP marching contingent at the Rajpath#Himveers pic.twitter.com/9TM9FcJjA5— ITBP (@ITBP_official) January 26, 2021
भारत माता की जय !वन्दे मातरम...
Indo-Tibetan Border Police (ITBP) men and women with national flag at Ladakh heights celebrating #Republic Day 2021 at 17,000 feet. Temperature is minus 25 degree Celsius.#RepublicDay2021 #RepublicDay #RepublicDayIndia pic.twitter.com/dCw5HoE6FR— ITBP (@ITBP_official) January 26, 2021
আইটিবিপি-র একাধিক শাখা যেমন এদিন দিল্লির রাজপথে কুচকাওয়াজ করেছে, তেমনই লাদাখে মোতায়েন জওয়ানরাও দেশমাতৃকার শ্রদ্ধার্ঘ্যে তেরঙা উত্তোলন করলেন৷ "ভারত মাতা কী জয়" ধ্বনিতে শব্দব্রহ্ম তৈরি করলেন তারাঁ৷ ভিডিও আর ছবি আপনার রক্ত গরম করে দিতে বাধ্য৷
এদিন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান সম্মান ও শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে৷ রাজমার্গে প্রথা মেনেই চলছে প্যারেড৷ সেখানে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, সেনাবাহিনীর তিন উইংয়ের প্রধান সহ প্রমুখ ব্যক্তিত্ব৷ সমস্ত রাজ্যের ট্যাবলোর পাশাপাশি সেনাবাহিনীর নিজস্ব বিভিন্ন অস্ত্র সরঞ্জাম নিয়ে চলে প্যারেড৷ তবে সেরা আকর্ষণ ছিল, যখন ভারতের আকাশে প্রথমবার প্রজাতন্ত্র দিবসের দিন উড়ল রাফাল বিমান৷