#নয়াদিল্লি: জাল চিহ্নিত হওয়ার পর লক্ষ লক্ষ প্যান কার্ড বাতিল করেছে সরকার ৷ এই প্রক্রিয়ায় প্রায় ১২ লক্ষ প্যান কার্ড বাতিল করেছে সরকার ৷
বহুবার অভিযোগ উঠেছে যে কর ফাঁকি ও বিভিন্ন রকমের দুর্নীতির জন্য একই ব্যক্তির একাধিক প্যান কার্ড রয়েছে ৷ জালিয়াতি রুখতে আধার ও প্যান কার্ড লিঙ্ক করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ সম্প্রতি আধার ও প্যান লিঙ্ক করার সময়সীমা বাড়িয়ে ৩১ অগাস্ট পর্যন্ত করা হয়েছে ৷
প্যান জালিয়াতির তদন্ত করতে গিয়ে এরকম প্রায় ১১.৪৪ লক্ষ প্যান কার্ডের হদিশ পাওয়া গিয়েছে যেখানে একই ব্যক্তির একাধিক প্যান নম্বর রয়েছে ৷ নিয়ম অনুযায়ী একজন ব্যক্তির কাছে একটিই প্যান কার্ড থাকতে পারে ৷ ২৭ জুলাই পর্যন্ত ১৫৬৬ জালি প্যান কার্ডের হদিশ মিলেছে যা ভুল পরিচয় পত্র দিয়ে বানানো হয়েছে ৷ আসলে ওই নামের কোনও ব্যক্তিই নেই ৷ এই কারণেই প্রায় ১২ লক্ষ প্যান কার্ড বাতিল করেছে সরকার ৷
প্যান কার্ড বাতিল প্রক্রিয়ার পর অনেকের মনেই আশঙ্কা দেখা দিয়েছে, তাদের প্যান নম্বর কোনওভাবে বাতিল হয়ে যায়নি তো? প্যান কার্ড সচল রয়েছে কিনা তা আপনি নিজেই আয়কর দফতরের ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন ৷ শুধু তার জন্য অনুসরণ করতে হবে একটি সহজ পদ্ধতি,
২) এরপর হোম পেজের know your pan অপশনে ক্লিক করতে হবে ৷
৩) এরপর যে পেজটি খুলবে তাতে পদবি, নাম, প্যান স্ট্যাটাস, লিঙ্গ, জন্ম তারিখ ও মোবাইল নম্বরের জন্য নির্ধারিত বক্সে তথ্যগুলি দিয়ে enter বোতামটি টিপতে হবে ৷
৪) সিস্টেমের তরফ থেকে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে, যা পেজের নির্দিষ্ট বক্সে টাইপ করতে হবে ৷
৫) এরপরই সিস্টেম আপনাকে জানিয়ে দেবে আপনার প্যান কার্ড সচল না বাতিল ৷ সচল হল পেজের তরফে জানানো হবে ‘Active’ ৷
অর্থ মন্ত্রালয়ের তরফে বৃহস্পতিবার সংসদে জানানো হয়,
আধার ও প্যান লিঙ্ক করা বাধ্যতামূলক করায় সমস্যার মুখে পড়তে হয়েছে অনেককেই ৷ ফাইল রিটার্ন করার জন্য আধার ও প্যান নম্বর বাধ্যতামূলক বলে বহু ভারতীয়ই সমস্যায় পড়েছেন। এবার করদাতাদের জন্য কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছিল সরকার ৷ লিঙ্ক করার শেষ তারিখ বাড়িয়ে করা হয়েছে ৩১ অগাস্ট পর্যন্ত ৷ এর মধ্যে আধার ও প্যান লিঙ্ক না করলে বাতিল হয়ে যেতে পারে প্যান কার্জ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aadhar And Pan Card, Active Pan Card, Pan Card, Pan Card Deactivated, Pan Card link, Pan Card rejected