#মুম্বই: দিদি তনুশ্রী দত্ত’র মন্তব্যের জেরে উত্তাল গোটা বলিউড ৷ একের পর এক অভিনেত্রী সামিল হচ্ছেন ‘মিটু’এর আন্দোলনে ৷ দিদি তনুশ্রীর পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী ইশিতাও ৷
অন্যদিকে চলছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গোৎসব ৷ বাঙালি বলে তো কথা আর সেই পুজোয় অংশ নেবেন না তাকি হয়! দুর্গাপুজোয় অংশ নিলেন ইশিতা দত্তও ৷ গত বছরই অভিনেতা বৎসল শেঠের সঙ্গে মুম্বইয়ের ইস্কন মন্দিরে দীর্ঘদিনের বয়ফ্রেন্ড তথা বলিউড অভিনেতা বৎসল শেঠের সঙ্গে বিয়ে সেরেছেন ইশিতা ৷ বিয়ের পর এটাই তাঁর প্রথম দুর্গাপুজো ৷ স্বামীকে সঙ্গে নিয়ে মু্ম্বইয়ের পুজো মণ্ডপে দেখা গিয়েছে তাঁকে ৷ গতকাল বিজয়া দশমীর দিন জমিয়ে সিঁদুর খেললেন অভিনেত্রী ৷ আর সিঁদুরে রাঙা হয়ে উঠতে পেরে তিনি যে বেজায় খুশি, একটি ভিডিওবার্তায় তেমনটাই জানিয়েছেন ইশিতা ৷
Our fav couple #vatish pictures from navratri @vattyboy @ishidutta #vatish#vattylover#vattyboy#vatsalsheth#ishitadutta#navratri A post shared by vattyboy fangirl (@vattyboy.23) on
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: DurgaPuja, Durgapuja2018, Ishita Dutta