বিয়ের পর প্রথম সিঁদুরখেলা তনুশ্রী দত্ত’র বোন ইশিতার, কী বললেন দেখুন ভিডিও

স্বামী বৎসলের সঙ্গে ইশিতা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷

স্বামী বৎসলের সঙ্গে ইশিতা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: দিদি তনুশ্রী দত্ত’র মন্তব্যের জেরে উত্তাল গোটা বলিউড ৷ একের পর এক অভিনেত্রী সামিল হচ্ছেন ‘মিটু’এর আন্দোলনে ৷ দিদি তনুশ্রীর পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী ইশিতাও ৷

    অন্যদিকে চলছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গোৎসব ৷ বাঙালি বলে তো কথা আর সেই পুজোয় অংশ নেবেন না তাকি হয়! দুর্গাপুজোয় অংশ নিলেন ইশিতা দত্তও ৷ গত বছরই অভিনেতা বৎসল শেঠের সঙ্গে মুম্বইয়ের ইস্কন মন্দিরে দীর্ঘদিনের বয়ফ্রেন্ড তথা বলিউড অভিনেতা বৎসল শেঠের সঙ্গে বিয়ে সেরেছেন ইশিতা ৷ বিয়ের পর এটাই তাঁর প্রথম দুর্গাপুজো ৷ স্বামীকে সঙ্গে নিয়ে মু্ম্বইয়ের পুজো মণ্ডপে দেখা গিয়েছে তাঁকে ৷ গতকাল বিজয়া দশমীর দিন জমিয়ে সিঁদুর খেললেন অভিনেত্রী ৷ আর সিঁদুরে রাঙা হয়ে উঠতে পেরে তিনি যে বেজায় খুশি, একটি ভিডিওবার্তায় তেমনটাই জানিয়েছেন ইশিতা ৷

    ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি ৷ যেখানে তিনি জানিয়েছেন. ছোটবেলা থেকেই তিনি দেখেছেন দশেরার দিন বিবাহিত মহিলারা সিঁদুর খেলেন ৷ তবে এতদিন তিনি পুরোপুরি সিঁদুর খেলতে পারেননি ৷ কিন্তু এখন তিনি বিবাহিতস সেই কারণে চুটিয়ে সিঁদুরখেলা উপভোগ করতে পেরেছেন ইশিতা ৷ যার জেরে বেজায় খুশি তিনি ৷
     
    First published:

    Tags: DurgaPuja, Durgapuja2018, Ishita Dutta