মুম্বই: আম্বানি পরিবারের বিশেষ দিন। ৩১ মার্চ, শুক্রবার ধুমধাম করে উদ্বোধন করা হল 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এর। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এই বিশেষ পদক্ষেপ। মুম্বইয়ের জিও গ্লোবাল সেন্টারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি এবং ইশা আম্বানি।
পরিবারের বিশেষ দিনে নজর কাড়লেন ইশা। তাঁর সাজে রইল আভিজাত্যের ছোঁয়া। আইভরি এবং সোনালি রঙের ট্রেডিশনাল গাউনে নজর কাড়লেন তিনি। তারই সঙ্গে খোলা চুল এবং মানানসই গয়না। অনুষ্ঠানে বাবার সঙ্গে লেন্সবন্দি হলেন ইশা। মুকেশ আম্বানির পরনে ছিল কালো রঙের বন্ধগলা।
View this post on Instagram
ইশার আইভরি স্কার্টের সঙ্গে ছিল পাল্লু-স্টাইল এমব্রয়ডারড ওড়না। সেই একই রঙের লম্বা ঝুলের একটি শ্রাগ পোশাকের সৌন্দর্য যেন আরও বাড়িয়ে তোলে। তাঁর সোনালি রঙের ব্লক হিল জোড়াও ছিল দেখার মতো। সব মিলিয়ে অনুষ্ঠানে তাক লাগালেন ইশা।
আরও পড়ুন: ভারতীয় শিল্পকলা সংরক্ষণ ও প্রচারই লক্ষ্য, দেশের প্রথম কালচারাল সেন্টারের উদ্বোধন রিলায়েন্সের
গত বছরই মা নীতা আম্বানিকে উৎসর্গ করে ভারতের প্রথম মাল্টি-ডিসিপ্লিনারি কালচারাল স্পেস তৈরির কথা ঘোষণা করেছিলেন ইশা। অবশেষে অপেক্ষার অবসান। বাস্তবায়িত হল সেই পরিকল্পনা। এই ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’ শিল্পকলার ক্ষেত্রে বড়সড় প্রভাব বিস্তার করবে বলেই আশা করা হচ্ছে। ভারতীয় শিল্পকলা সংরক্ষণ ও প্রচারের উদ্দেশ্য নিয়েই যাত্রা শুরু করল সাংস্কৃতিক কেন্দ্রটি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mukesh Ambani, Nita Ambani, Reliance Industries Limited