#নয়াদিল্লি: রেলের যাত্রীদের জন্য সুখবর ৷ এবার আকর্ষণীয় ক্যাশব্যাকের অফার নিয়ে এল ভারতীয় রেল ৷ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজিম কর্পোরেশন (আইআরটিসি) এই অফার দিচ্ছে ৷ দূরপাল্লার ট্রেনে টিকিট IRCTC ওয়েবসাইট (irctc.co.in) বা রেল কানেক্ট অ্যাপের মাধ্যমে আইআরসিটিসি-র State Bank of India (SBI) platinum ক্রেডিট কার্ড ব্যবহার করে কাটলে মিলবে ১০ শতাংশ ক্যাশব্যাক ৷ এই রিওয়ার্ড পয়েন্ট পরবর্তী টিকিট কাটার সময় ব্যবহার করা যাবে।
নিজেদের ট্যুইটারে এই অফারের কথা জানানো হয়েছে আইআরটিসি-র তরফে ৷ টিকিট কাটার ক্ষেত্রে ডিজিটাল লেনদেন বাড়াতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ৷
১. তবে কেবল এসি-র টিকিট কাটেই মিলবে এই সুবিধা ৷ যাদের ‘শুভযাত্রা’ মেম্বারশিপ রয়েছে তারাও এই সুবিধা পাবেন ৷
২. আইআরসিটিসি-র State Bank of India (SBI) platinum ক্রেডিট কার্ডে রেলের টিকিট কাটলে ১.৮ শতাংশ ট্রানজাকশন চার্জ বাদ যাবে।
৩. এর মাধ্যমে টিকিট কাটলে যাত্রার সময় যাত্রীরা ১০ লাখ টাকা দুর্ঘটনা বিমার সুবিধা মিলবে ।
৪. এই কার্ডের মাধ্যমে পেট্রোল পাম্প থেকে কমপক্ষে ৪০০ টাকা ও সর্বোচ্চ ২০০০ টাকার জ্বালানি কিনলে দিতে হবে না কোনও ট্রানজাকশন ফি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cash Back, Indian Railways Ticket Bookings, IRCTC, IRCTC SBI platinum credit card, SBI Cards Offer