Home /News /national /
#SayNoToWar: ‘যুদ্ধ থামান, একটু ভালোবাসুন !’, কাশ্মীরি শিশুদের ভিডিও ভাইরাল

#SayNoToWar: ‘যুদ্ধ থামান, একটু ভালোবাসুন !’, কাশ্মীরি শিশুদের ভিডিও ভাইরাল

 • Share this:

  #শ্রীনগর: যুদ্ধই কি সব সমস্যার সমাধান? যুদ্ধে দিয়েই কী আসবে শান্তি? এই প্রশ্নেরই উত্তর খুঁজতে সম্প্রতি কাশ্মীরে পৌঁছে গেলেন এক ২৩ বছর বয়সি ছাত্রী ৷ হাতে ক্যামেরা নিয়ে পৌঁছে গেলেন কাশ্মীরের অলি-গলিতে ৷ ভিডিওতে কাশ্মীরি মানুষেরা যা বললেন, তাকে যদি সহজে বলতে হয়, তাহলে যুদ্ধ একেবারেই নয়, বরং ভালোবাসার কথাই বললেন তাঁরা ৷ তবে ‘ভালোবাসা’ শব্দটা সবচেয়ে বেশি উচ্চারিত হল কাশ্মীরি খুদে পড়ুয়াদের মুখেই ৷

  পুলওয়ামাতে জঙ্গি হামলা ৷ শহিদ হন ৪২ জন ভারতীয় সেনা ৷ কাশ্মীর জুড়ে জোরালো হয়ে ওঠে অশান্তি ৷ শ্রীনগরের রাস্তায় জ্বলে ওঠে আগুন ৷ দুর্বিসহ হয়ে ওঠে সাধারণের জীবন ৷ থমকে যায় শ্রীনগর ৷

  ঠিক এই সময়ই ক্যামেরা হাতে কাশ্মীরে পৌঁছে যায় সৃষ্টি তেহরি ৷ সৃষ্টি জানিয়েছেন, ‘কাশ্মীরে আতিথিয়েতায় আমি মুগ্ধ ৷ একবারও মনে হয়নি এই সুন্দর ভূমি অশান্ত ৷ এখানকার মানুষদের মুখে সব সময়ই হাসি ৷ চোখে আনন্দ ৷ কারণ, এরা ভালোবাসার কথা বলে, ভালোবাসতে জানে ৷’

  তাহির তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন একটি ভিডিও ৷ যেখানে ফুটে উঠেছে কাশ্মীরি খুদে পড়ুয়াদের কথা ৷ সবাই যুদ্ধের বিরুদ্ধে গর্জে ওঠে ৷ খুদেরা জানায়, যুদ্ধ না করে ভালোবাসুন !

  দেখুন সেই ভিডিও -----

  First published:

  Tags: Jammu & Kashmir, Kashmir, Srinagar, Viral Video

  পরবর্তী খবর