#IPL2019: শনিবাসরীয় কোটলায় ‘দাদা’ বনাম ‘বাদশা’, মোমেন্টাম ধরে রাখতে বদ্ধপরিকর KKR

#IPL2019: শনিবাসরীয় কোটলায় ‘দাদা’ বনাম ‘বাদশা’, মোমেন্টাম ধরে রাখতে বদ্ধপরিকর KKR
Photo- File
  • Share this:

#নয়াদিল্লি :বাইশ গজে লড়বেন না সৌরভ গঙ্গোপাধ্যায়, বাইশ গজে নামবেন না শাহরুখ খানও ৷ কিন্তু কেকেআর থেকে যেভাবে ‘দাদা’-কে বাতিল করে দিয়েছিলেন কিং খান সেই কথা আজ কেউ ভুলতে পারেনি ৷ তাই যদি এই দুই জনের টক্কর হয় তাহলে একাদশে যারাই লড়ুক এঁদের দু‘জনের আরও একবার লড়াই এমনটাই মনে পড়ে যায় ৷

পরপর দুই ম্যাচে জয় ৷ চাঙ্গা কলকাতা নাইট রাইডার্স ৷ এই মুহূর্তে আইপিএল টেবলের এক নম্বর জায়গায় আছে কেকেআর ৷ দুই ম্যাচের দুটি জিতে শুধু চার পয়েন্ট নয় একইসঙ্গে সবচেয়ে ঝকঝকে রান রেট দীনেশ কার্তিক এন্ড কোংয়ের ৷ +0.834 কলকাতার রানরেট আর দ্বিতীয় স্থানে থাকা সিএসকে -র রানরেট    +0.495৷

আরও পড়ুন - #IPL2019: দিল্লিতে মারাত্মক গরম! কী করছেন KKR ক্রিকেটাররা, দেখে নিন ভিডিও

শনিবার দিল্লিতে লড়াই দিল্লি ক্যাপিটাল্স বনাম কলকাতা নাইট রাইডার্সের ৷ তবে ফিরোজ শাহ কোটলার পিচ থেকে দিল্লির বদলে কলকাতা -র জন্য বেশি অ্যাডভানটেজ ৷ কলকাতা -র এটা প্রথম অ্যাওয়ে ম্যাচ ৷ দুটো হোম ম্যাচের জয়ের অ্যাডভানটেজ সঙ্গে নিয়ে দিল্লি বধের ছক কষছে কলকাতা ৷

আরও দেখুন

First published: March 29, 2019, 8:02 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर