#আহমেদাবাদ: IPL 2021 -র ২৬ তম ম্যাচ খেলা হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) বনাম পঞ্জাব কিংসের (Punjab Kings) মেগা ম্যাচ৷এদিনের ম্যাচে টসে জিতে বিরাট কোহলি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন৷ দেখুন টসের ভিডিও৷
Toss Update: @imVkohli has won the toss & @RCBTweets have elected to bowl against @PunjabKingsIPL. #VIVOIPL #PBKSvRCB
Follow the match 👉 https://t.co/GezBF86RCb pic.twitter.com/TfpPY6zRbz — IndianPremierLeague (@IPL) April 30, 2021
এদিকে এই ম্যাচের দুই দলই নিজেদের প্রথম একাদশে বদল এনেছে৷ বিরাট কোহলির দলেএকটিই বদল৷ ওয়াশিংটন সুন্দরের জায়গায় এলেন শাহবাজ আহমেদ৷
আর একের পর এক ম্যাচে হারতে থাকা পঞ্জাবের দলে তিনটি পরিবর্তন করেছেন অধিনায়ক কেএল রাহুল৷ দেখে নিন প্রথম একাদশ৷
Team News: 3⃣ changes for @PunjabKingsIPL as Prabhsimran Singh, Riley Meredith & Harpreet Brar picked in the team. 1⃣ change for @RCBTweets as Shahbaz Ahmed named in the team. #VIVOIPL #PBKSvRCB Follow the match 👉 https://t.co/GezBF86RCb Here are the Playing XIs 👇 pic.twitter.com/p2RAagZ294
— IndianPremierLeague (@IPL) April 30, 2021
একটা মাত্র হার আর তার জেরেই এখন পয়েন্ট টেবলের তিন নম্বরে৷ আর পঞ্জাব কিংস এদিকে রয়েছে পয়েন্ট টেবলের ৬ নম্বরে৷
আইপিএলে এখনও অবধি পঞ্জাব ও ব্যাঙ্গালোরের মধ্যে ২৬ টি ম্যাচ খেলা হয়েছে৷ এরমধ্যে ১৪ বার পঞ্জাব ও ১২ বার ব্যাঙ্গালোর জয় হাসিল করেছে৷ পঞ্জাবের দল চারটি হেরেছে আর দুটি জিতেছে৷ ৷ আরসিবি -র পয়েন্ট ১০৷ সিএসকে-র থেকে পয়েন্টের বিচারে নয় পিছিয়ে আছে রানরেটের বিচারে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2021