হোম /খবর /দেশ /
PBKS vs RCB: ফের ফার্স্টবয় হতে মরিয়া বিরাটরা, জেনে নিন দু‘দলের প্রথম একাদশ

IPL 2021: PBKS vs RCB: ফের ফার্স্টবয় হতে মরিয়া বিরাটরা, জেনে নিন দু‘দলের প্রথম একাদশ

IPL 2021: PBKS vs RCB Match toss update -Photo Courtesy- Twitter Video Grab

IPL 2021: PBKS vs RCB Match toss update -Photo Courtesy- Twitter Video Grab

এই ম্যাচে দুই দলের প্রথম একাদশেই বদল এল৷

  • Last Updated :
  • Share this:

#আহমেদাবাদ: IPL 2021 -র ২৬ তম ম্যাচ খেলা হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর  (Royal Challengers Bangalore)  বনাম পঞ্জাব কিংসের (Punjab Kings)  মেগা ম্যাচ৷এদিনের ম্যাচে টসে জিতে বিরাট কোহলি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন৷ দেখুন টসের ভিডিও৷

এদিকে এই ম্যাচের দুই দলই নিজেদের প্রথম একাদশে বদল এনেছে৷ বিরাট কোহলির দলেএকটিই বদল৷ ওয়াশিংটন সুন্দরের জায়গায় এলেন শাহবাজ আহমেদ৷

আর একের পর এক ম্যাচে হারতে থাকা পঞ্জাবের দলে তিনটি পরিবর্তন করেছেন অধিনায়ক কেএল রাহুল৷ দেখে নিন প্রথম একাদশ৷

একটা মাত্র হার আর তার জেরেই এখন পয়েন্ট টেবলের তিন নম্বরে৷ আর পঞ্জাব কিংস এদিকে রয়েছে পয়েন্ট টেবলের ৬ নম্বরে৷

আইপিএলে এখনও অবধি পঞ্জাব ও ব্যাঙ্গালোরের মধ্যে ২৬ টি ম্যাচ খেলা হয়েছে৷ এরমধ্যে ১৪ বার পঞ্জাব ও ১২ বার ব্যাঙ্গালোর জয় হাসিল করেছে৷  পঞ্জাবের দল চারটি হেরেছে আর দুটি জিতেছে৷ ৷ আরসিবি -র পয়েন্ট ১০৷ সিএসকে-র থেকে পয়েন্টের বিচারে নয় পিছিয়ে আছে রানরেটের বিচারে৷

Published by:Debalina Datta
First published:

Tags: IPL 2021