corona virus btn
corona virus btn
Loading

বাহ রে হনুমানের বুদ্ধি! চোট পেয়ে নিজেই হাসপাতালে চলে গেল, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

বাহ রে হনুমানের বুদ্ধি! চোট পেয়ে নিজেই হাসপাতালে চলে গেল, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
Photo Courtesy- Facebook Video Grab

রামায়ণের সময় থেকেই হনুমানের মাহাত্ম্য প্রচারিত তবে এ হনুমানের বুদ্ধিতে মজে নেটিজেনরা

  • Share this:

#বেঙ্গালুরু: সোশ্যাল মিডিয়ায় একাধিক জিনিস ভাইরাল হয়,তবে এই কোভিড ১৯ সময়ে এই ভাইরাল ভিডিও নিয়ে মাতামাতি একটু কম আছে ৷ তবে এই অবস্থাতেও একটি ভিডিও সকলের শিরোনাম ছিনিয়ে নিয়েছে ৷ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মন ছুঁয়ে গেছে এই ভিডিও৷ এই ভিডিওতে একটি হনুমান হাসপাতালের বাইরে ওপিডিতে বসে আছে৷ কারণ লাফাতে গিয়ে পায়ে চোট লেগেছিল ৷ আর তারই চিকিৎসা করাতে গিয়ে সে সোজা হাজির হয় হাসপাতালে ৷

ঘটনাটি ডাণ্ডোলি শহরের, সেখানে র হাসাপাতালে অসুস্থ হনুমানটির চিকিৎসাও করানো হয় ৷ লেটস গো ডাণ্ডোলি নামের সোশ্যাল হ্যান্ডেলে এই হনৃুমানের ভিডিওটি পোস্ট হওয়ার পরেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে ৷ ভিডিওতে দেখা গেছে হাসপাতালের স্টাফরা ভীষণ ভাল ভাবে সেই হনুমানটির খেয়াল রাখছেন ৷ হাসপাতালের গেটে যখন হনুমানটি বসেছিল সে কারোর ওপর কোনও আক্রমণ করে, চারপাশের লোকজনকে সেখানে দেখা যাচ্ছিল ৷ এরপর হাসপাতাল স্টাফরা সেখানে এসে তার চিকিৎসা শুরু করে ৷

আরও পড়ুন কোভিড ১৯-র ৫০ লক্ষ টেস্ট হয়েছে ভারতে, তবুও ঠাঁই হল না ১০০-র মধ্যে, ভারতকে পিছনে ফেলল নেপাল-ভুটান

এই ভিডিও ইন্ডিয়ান ফরেস্ট অফিসার সন্দীপ ত্রিপাঠী নিজের ট্যুইটার হ্যান্ডেলেও শেয়ার করেছেন ৷ তিনি নিজের ভিডিও-র ক্যাপশনে লিখেছেন, ডাণ্ডোলির পাটিল হাসপাতালে একটি চোটপ্রাপ্ত হনুমানকে সুস্থ করে ছেড়ে দেওয়া হয় ৷এই হাসপাতালের স্টাফদের যত প্রশংসা করা হয় ততই কম৷ ’

Published by: Debalina Datta
First published: June 10, 2020, 9:21 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर