Home /News /national /
বাহ রে হনুমানের বুদ্ধি! চোট পেয়ে নিজেই হাসপাতালে চলে গেল, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

বাহ রে হনুমানের বুদ্ধি! চোট পেয়ে নিজেই হাসপাতালে চলে গেল, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Photo Courtesy- Facebook Video Grab

Photo Courtesy- Facebook Video Grab

রামায়ণের সময় থেকেই হনুমানের মাহাত্ম্য প্রচারিত তবে এ হনুমানের বুদ্ধিতে মজে নেটিজেনরা

 • Share this:

  #বেঙ্গালুরু: সোশ্যাল মিডিয়ায় একাধিক জিনিস ভাইরাল হয়,তবে এই কোভিড ১৯ সময়ে এই ভাইরাল ভিডিও নিয়ে মাতামাতি একটু কম আছে ৷ তবে এই অবস্থাতেও একটি ভিডিও সকলের শিরোনাম ছিনিয়ে নিয়েছে ৷ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মন ছুঁয়ে গেছে এই ভিডিও৷ এই ভিডিওতে একটি হনুমান হাসপাতালের বাইরে ওপিডিতে বসে আছে৷ কারণ লাফাতে গিয়ে পায়ে চোট লেগেছিল ৷ আর তারই চিকিৎসা করাতে গিয়ে সে সোজা হাজির হয় হাসপাতালে ৷

  ঘটনাটি ডাণ্ডোলি শহরের, সেখানে র হাসাপাতালে অসুস্থ হনুমানটির চিকিৎসাও করানো হয় ৷ লেটস গো ডাণ্ডোলি নামের সোশ্যাল হ্যান্ডেলে এই হনৃুমানের ভিডিওটি পোস্ট হওয়ার পরেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে ৷ ভিডিওতে দেখা গেছে হাসপাতালের স্টাফরা ভীষণ ভাল ভাবে সেই হনুমানটির খেয়াল রাখছেন ৷ হাসপাতালের গেটে যখন হনুমানটি বসেছিল সে কারোর ওপর কোনও আক্রমণ করে, চারপাশের লোকজনকে সেখানে দেখা যাচ্ছিল ৷ এরপর হাসপাতাল স্টাফরা সেখানে এসে তার চিকিৎসা শুরু করে ৷

  আরও পড়ুন কোভিড ১৯-র ৫০ লক্ষ টেস্ট হয়েছে ভারতে, তবুও ঠাঁই হল না ১০০-র মধ্যে, ভারতকে পিছনে ফেলল নেপাল-ভুটান

  এই ভিডিও ইন্ডিয়ান ফরেস্ট অফিসার সন্দীপ ত্রিপাঠী নিজের ট্যুইটার হ্যান্ডেলেও শেয়ার করেছেন ৷ তিনি নিজের ভিডিও-র ক্যাপশনে লিখেছেন, ডাণ্ডোলির পাটিল হাসপাতালে একটি চোটপ্রাপ্ত হনুমানকে সুস্থ করে ছেড়ে দেওয়া হয় ৷এই হাসপাতালের স্টাফদের যত প্রশংসা করা হয় ততই কম৷ ’

  Published by:Debalina Datta
  First published:

  Tags: Bengaluru, Langur, Viral Video

  পরবর্তী খবর