মসুলে নিহত শ্রমিকদের ১০ লক্ষ ক্ষতিপূরণের ঘোষণা মোদি সরকারের

representative image

representative image

মসুলে জঙ্গিদের হাতে নিহত ভারতীয় শ্রমিকদের পরিবারগুলির জন্য ক্ষতিপূরণ ঘোষণা করল কেন্দ্র ৷ নিহতদের প্ররিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: মসুলে জঙ্গিদের হাতে নিহত ভারতীয় শ্রমিকদের পরিবারগুলির জন্য ক্ষতিপূরণ ঘোষণা করল কেন্দ্র ৷ নিহতদের প্ররিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

    গতকালই দেশে আনা হয়েছে ইরাকে আইএস-এর হাতে মৃত ৩৮ জন ভারতীয়র দেহ ৷ এঁদের মধ্যে রয়েছেন দু’জন বাঙালিও ৷ এরা নদিয়ার বাসিন্দা ৷ এছাড়াও নিহতদের মধ্যে রয়েছেন পাঞ্জাব, হিমাচলপ্রদেশ, বিহারের বাসিন্দাও ৷ মৃত ৩৯ জনের মধ্যে একজনের দেহ নিয়ে আইনি জটিলতা থাকায় সেই দেহটি ছাড়া বাকি ৩৮ জনের দেহই দেশে ফিরিয়ে আনেন ভি কে সিং ৷ দেশে পৌঁছে প্রথমে পঞ্জাবের অমৃতসরে ও তারপর বিহারের পাটনায় মৃতদেহগুলি তাঁদের আত্মূীয়ের হাতে তুলে দেওয়া হয়েছে বলে বিদেশমন্ত্রক সূত্রে খবর ৷

    সূত্রের খবর, পাঞ্জাবের নিহত শ্রমিকদের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয় ৷ এমনকী, সেই নিহত শ্রমিকদের পরিবারপিছু পেনশন দেওয়ারও ঘোষণা করা হয় ৷

    ২০১৪ সালে মসুল দখলের সময় ওই ৩৯জন ভারতীয় শ্রমিককে অপহরণ করেছিল আইএস জঙ্গিরা ৷ মসুল জঙ্গিদের কবলমুক্ত হওয়ার পর রাষ্ট্রমন্ত্রী ভিকে সিংকে সেখানে পাঠিয়েছিল ভারত সরকার ৷ অপহৃতদের উদ্ধারের চেষ্টা চালিয়েছিল ভারত ৷ কিন্তু শেষ রক্ষা হয়নি ৷

    First published:

    Tags: Compensation, Inidan labours, Mosul, Narendra Modi