ইনদওর : ভারতে রাস্তার খাবারের বৈচিত্র তাক লাগিয়ে দেয় ৷ খাবারের পাশাপাশি বর্ণময় এদের বিক্রেতাও ৷ প্রতিযোগিতার বাজারে ক্রেতাকে আকৃষ্ট করার জন্য চেষ্টার ত্রুটি রাখেন না তাঁরা৷ খাবারে স্বাদের সঙ্গে নিজস্বতা তৈরি করেন অন্য ক্ষেত্রেও ৷ ইনদওরের এক কুলি বিক্রেতা আবার টেক্কা দিয়েছেন নিজের সাজে ৷ আপাদমস্তক সোনার গয়নায় সেজে তিনি বসেছেন কুলফি ফালুদা বিক্রি করতে ৷ নেটমাধ্যমে তাঁর ছবি ইতিমধ্যেই ভাইরাল ৷
নেটিজেনদের আলোচনায় ঘুরে ফিরে আসা ওই কুলফি বিক্রেতার নাম নটবর নেমা ৷ ইনদওরের সরাফা বাজরে গত ৪৫ বছর ধরে তিনি কুলফি বিক্রি করছেন ৷ প্রথমে তিনি সাহায্য করতেন তাঁর বাবাকে ৷ পরে নিজেই হাল ধরেন ব্যবসার ৷
স্ট্রিট ফুডের পাশাপাশি সরাফা বাজার বিখ্যাত সোনার গয়নার দোকানের জন্যেও ৷ সেখান থেকেই অভিনব ভাবনা মাথায় আসে নটবরের ৷ তিনি নিজেকে সাজিয়ে তোলেন সোনার গয়নায় ৷ ক্রমে সোনার গয়নাই হয়ে ওঠে তাঁর নিজস্বতা ৷
নটবরের দোকানের বিশেষত্ব হল রকমারি স্বাদের কুলফি ৷ কেসর, বাদাম, আম, আতা, কাজু-সহ নানা ফলের স্বাদের কুলফি ফালুদা মজুত তাঁর দোকানে ৷ কুলফির স্বাদ নিতে নিতে খাদ্যরসিকদের নজর আটকে যায় বিক্রেতার পরনের মোটা বালা, চেন, নেকলেস এবং আংটিতে ৷
সাজের বিশেষত্বের জন্য নটবরের নাম ‘গোল্ডম্যান কুলফিওয়ালা’৷ জনৈক ফুডব্লগার তাঁর ছবি ও ভিডিয়ো পোস্ট করেছেন ইউটিউবে ৷ তার পর নেটিজেনদের মোবাইলে স্বর্ণমানব কুলফিওয়ালা ছড়িয়ে পড়তে সময় নেননি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।